চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে ভূমিধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং আরো ১৭ জন এখনো আটকে আছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
উদ্ধারকারীরা দুর্গম পাহাড়ি এলাকায় আটকদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন জানিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, ‘গুইঝৌ প্রদেশে বৃহস্পতিবার ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে, ১৭ জন এখনো আটকে আছে।’
অন্যদিকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, ডাফাং কাউন্টির দুটি ভিন্ন স্থানে দুটি পৃথক ভূমিধস হয়।
প্রথমটি স্থানীয় সময় মধ্যরাত ৩টা নাগাদ এবং দ্বিতীয়টি সকাল ৯টার দিকে। পাশাপাশি সিনহুয়া জানিয়েছিল, ‘একই দিনে ডাফাং কাউন্টির চাংশি ও গুয়োওয়া টাউনশিপে দুটি পৃথক ভূমিধস হয়, যাতে যথাক্রমে দুজন ও ১৯ জন আটকা পড়ে।’
সম্প্রচারমাধ্যমের প্রচারিত ড্রোন ফুটেজে দেখা যায়, একটি গ্রাম কাদামাটিতে ডুবে আছে, যা আবাদি জমিগুলো ঢেকে ফেলেছে এবং একটি ঘন বনভূমিতে ঘেরা পাহাড়ের পাদদেশে জমে রয়েছে।
গুইঝৌ কর্তৃপক্ষ ভূতাত্ত্বিক দুর্যোগ মোকাবেলায় দ্বিতীয় স্তরের জরুরি অবস্থা জারি করেছে এবং চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় একটি বিশেষ দল পাঠিয়েছে উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উদ্ধারকর্মীদের ‘নিখোঁজদের খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা’ চালানোর আহ্বান জানিয়েছে। তবে অঞ্চলটি ‘উঁচু ও খাড়া’ হওয়ায় উদ্ধার অভিযান ‘কঠিন’ হয়ে পড়ছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
আরএম/এসএন