আসরের শুরুটা দুর্দান্ত হলেও শেষ পর্যন্ত প্লে অফে যেতে ব্যর্থ দিল্লি ক্যাপিটালস। কোচ, সাপোর্ট স্টাফ, অধিনায়ক থেকে শুরু করে দলে প্রচুর পরিবর্তন এনেও ভাগ্য বদলায়নি তাদের। গতকাল মুম্বাইয়ের কাছে হেরে তাদের বিদায় নিশ্চিত হয়েছে। এই হারের পেছনে পেসার মুকেশ কুমারের দায় দেখছেন কোচ হেমঙ্গ বাদানি।
মুম্বাইয়ের বিপক্ষে শেষ দুই ওভারে দিল্লি খরচ করে ৪৮ রান। তার শুরুটা হয়েছে মুকেশ কুমারের ওভার দিয়ে। ১৯তম ওভারে বেশ খরুচে ছিলেন এই পেসার। এই ওভারই খেলার ভাগ্য বদলে দিয়েছে বলে মনে করেন দিল্লির কোচ হেমঙ্গ বাদানি।
ম্যাচ শেষে দলের হারের কারণ ব্যাখ্যা করেছেন বাদানি। তিনি বলেন, '১৮ ওভার পর্যন্ত খেলার লাগাম আমাদের হাতে ছিল। শেষ দু’ওভারে সেটা বদলে গিয়েছে। আমরা ৪৮ রান দিয়েছি। আইপিএলে ৩০ বলে ৫০-৬০ রান হয়। তবে ১২ বলে ৪৮ রান অনেক বেশি। ওই দুটো ওভার আমাদের খেলা থেকে ছিটকে দিয়েছে।'
এই ম্যাচে নাটারাজনের বদলে খেলানো হয়েছিল মুকেশকে। শুরুটা ভালো করেছিলেন তিনি। প্রথম তিন ওভারে দু’টি উইকেটও নিয়েছেন। প্রথম তিন ওভারে ২১ রান দিয়েছিলেন মুকেশ। কিন্তু নিজের শেষ ওভারে তিনি দেন ২৭ রান। সেটাই খেলার গতি বদলে দেয়।
বাদানি বলেন, 'আমরা বুঝতে পারছিলাম পিচ মন্থর। সেখানে গতি কম দিতে হতো। মুকেশের মতো আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা বোলার সেটা বুঝতে পারল না। এটা মেনে নেওয়া যায় না। এই ভুল করলে সূর্যের মতো ব্যাটার তো সেটা কাজে লাগাবেই।'
এফপি/টিএ