বিপুল সংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠানো প্রয়োজন বলে মন্তব্য করেছে ভারত। দেশটি বাংলাদেশ সরকারকে এজন্য জাতীয়তা যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, “আমাদের এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি আছেন যাদের ফেরত পাঠাতে হবে। আমরা বাংলাদেশকে জাতীয়তা বাছাই করতে বলেছি। আমাদের কাছে ২ হাজার ৩৬০ জনের তালিকা রয়েছে। যাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে। তাদের বেশিরভাগ কারাদণ্ড ভোগ করেছে। কিন্তু কয়েকজনের জাতীয়তা বাছাই ২০২০ সাল থেকে থমকে আছে।”
শুধু বাংলাদেশি নয়, যারাই ভারতে অবৈধ উপায়ে প্রবেশ করেছে তাদের সবাইকে আইন অনুযায়ী ফেরত পাঠানো হবে বলে মন্তব্য করেন রণধীর জসওয়াল।
এদিকে গত কয়েকদিন ধরে অবৈধ বাংলাদেশিদের গ্রেফতারের প্রক্রিয়া ত্বরান্বিত করেছে ভারত। গত মাসে গুজরাটে ১ হাজার জনকে আটক করেছিল দেশটির পুলিশ। যাদের অনেকেই বাংলাদেশি ছিলেন।
এছাড়া ভারত গত কয়েকদিন ধরে সীমান্ত দিয়ে অনেককে পুশ ইন করছে। এতে সহায়তা করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুধুমাত্র সাম্প্রতিক সময়ে ভারত থেকে প্রায় ৩০০ জনকে পুশ ইন করা হয়েছে।
যার মধ্যে মিয়ানমারের রোহিঙ্গারাও রয়েছেন। বিশেষ করে গত ৭ থেকে ৯ মে-র মধ্যে প্রত্যন্ত অঞ্চল দিয়ে এসব মানুষকে পুশ ইন করা হয়। এরপর এ বিষয়ে ভারতে চিঠি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া
আরএম/এসএন