নাগা চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় দক্ষিণী নায়িকার। তার পরে বয়ে গিয়েছে অনেক জল। নাগাকে ভুলে অবশেষে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। এ দিকে শোভিতা ধুলিপালার সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছেন নাগা চৈতন্য। এর মাঝেই প্রাক্তন শাশুড়ির মুখোমুখি হলেন সামান্থা। প্রাক্তন বৌমার সাফল্যে গর্বিতা নাগাার্জুন-পত্নী অমলা!
দ্বিতীয় স্ত্রী অমলা নাগা চৈতন্যের সৎমা। তবু শাশুড়ি হিসেবে প্রথম থেকে অমলাকেই পেয়েছিলেন সামান্থা। সম্প্রতি দক্ষিণী সিনেমায় ১৫ বছর পূর্ণ করলেন সামান্থা। সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন অভিনেত্রী। হাজির ছিলেন নাগাার্জুন-পত্নী অমলা। সাফল্যের সঙ্গে দক্ষিণী সিনেমায় ১৫ বছর পার করতে পেরে আনন্দিত ও গর্বিত— কথা বলতে বলতে চোখ ভিজে আসছিল অভিনেত্রীর। সামান্থার সাফল্যে তখন দর্শকাসনে বসে করতালির মাধ্যমে অভিবাদন জানাচ্ছেন অমলা। ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। তাতেই দুই নারীর শুভকামনা করেছেন নেটপাড়ার বাসিন্দারা। এ দিন প্রায় ১২তলা একটি কেক কাটেন সামান্থা। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথম কোনও অনুষ্ঠানে একসঙ্গে এলেন অমলা-সামান্থা। তাঁদের কোনও বাক্যবিনিময় হয়েছে কি না সেটা অবশ্য অজানা।
এফপি/টিএ