‘চোখ তুলে দেখো না কে এসেছে…’—আবারও বড় পর্দায় ফিরছে সুপারহিট ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। প্রায় আড়াই দশক পর নতুন করে মুক্তি পেতে যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত এই জনপ্রিয় সিনেমাটি। ২০২৪ সাল থেকেই ভারতে শুরু হয়েছে পুরনো হিট সিনেমাগুলোর পুনঃমুক্তির ধারা, আর সেই স্রোতে এবার বাংলা সিনেমাও যোগ দিল। এই ধারার শুরুতেই বেছে নেওয়া হয়েছে ‘ইন্ডাস্ট্রি’র সিনেমা—‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’।
২০০০ সাল। বাংলা সিনেমার পর্দায় ঝড় তুলে দিয়েছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। বুম্বা-ঋতুর জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন দর্শকরাও। উত্তম-সুচিত্রা পরবর্তী অধ্যায়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যোগ্য উত্তরাধিকার জুটির খেতাব জিতে নিয়েছিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। অতঃপর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটির নতুন করে প্রেক্ষাগৃহ সফর নিয়ে যে সিনেপোকাদের আলাদা উন্মাদনা থাকবে, সেটাই স্বাভাবিক। কারণ দুই দশক পেরিয়ে ‘চোখ তুলে দেখো না কে এসেছে…’ গানটি আজও ততোটাই দর্শক-শ্রোতাদের প্রিয়। সিনেমার রি রিলিজে নস্ট্যালজিক তারকাজুটি। বুম্বা-ঋতু দুজনেই ফিরে গিয়েছেন স্মৃতির সরণিতে। নতুন করে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তি পাওয়ার খবর শুনে কী বলছেন তাঁরা?
প্রসেনজিতের মন্তব্য, “আমার কাছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ শুধু একটি সিনেমা নয়, এটা ছিল বাংলা বাণিজ্যিক ছবির একটা টার্নিং পয়েন্ট। ২৫ বছর পর এই ছবিকে ফের প্রেক্ষাগৃহে ফিরতে দেখায় যতটা আবেগপ্রবণ, ততটাই রোমাঞ্চিত আমি। জুটি হিসেবে ঋতুপর্ণা এবং আমার জন্য একটি দারুণ যাত্রার সূচনা করেছিল এই ছবি। আশা করি, নতুন প্রজন্মও সেই ম্যাজিকটা উপভোগ করতে পারবে।” আর ঋতুপর্ণা কী বলছেন? অভিনেত্রীর মন্তব্য, “‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি আমার জীবন বদলে দিয়েছে।
এই ছবিটি দর্শকদের সঙ্গে যেরকম সংযোগস্থাপন করতে পেরেছিল, এবং দর্শকরাও যেভাবে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন, সেটা সত্যিই বড় প্রাপ্তি ছিল। বড়পর্দায় আবারও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর মুক্তি পাওয়াটা বাংলা সিনেমার একটি সুন্দর অধ্যায়ের ফিরিয়ে আনার মতো। যা কিনা রং-রোমান্সে পরিপূর্ণ।”
আরএ/টিএ