রাবিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হলসহ ১২ স্থাপনার নাম পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হলসহ ১২টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৩৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুনঃ নামকরণ করা স্থাপনাগুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে বিজয়-২৪ ও জুলাই-৩৬ নামকরণ করা হয়েছে। এ ছাড়া সৈয়দ নজরুল প্রশাসন ভবনকে প্রশাসন ভবন-১, সৈয়দ মনসুর আলী প্রশাসন ভবনকে প্রশাসন ভবন-২, তাজউদ্দীন আহমদ সিনেট ভবনকে সিনেট ভবন, শেখ কামাল স্টেডিয়ামকে রাবি স্টেডিয়াম, ড. কুদরত-ই-খুদা একাডেমিক ভবনকে জাবির ইবনে হাইয়ান ভবন, ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনকে জামাল নজরুল ভবন, কৃষি অনুষদ ভবনকে কৃষি ভবন, শেখ রাসেল মডেল স্কুলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুল, কাজলা গেইটকে শহীদ সাকিব আঞ্জুম গেইট ও বিনোদপুর গেইটকে শহীদ আলী রায়হান গেইট নামকরণ করা হয়েছে।

নাম পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এক নারী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বলেন, ‘মেয়েদের হলের নাম জুলাই ৩৬, এটা কেমন শোনাচ্ছে না? অন্যান্য হলের সঙ্গে বিন্দুমাত্র মিল নাই। কেউ হঠাৎ করে শুনলে বুঝবেই না যে এটা ছেলেদের হল, নাকি মেয়েদের। নামই যদি পরিবর্তন করা হবে, তাহলে মেয়েদের অন্যান্য হলের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে নামকরণ করা উচিত ছিল।’

সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারও। তিনি ফেসবুকে লেখেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উন্নয়ননামা! ক্যাম্পাসের বিভিন্ন ভবন, স্থাপনার নাম পরিবর্তন করবেন এটা কাদের সাথে পরামর্শ করে করেছেন? শিক্ষার্থীদের মতামত দেওয়ার অধিকার ছিল কি না?’

তিনি লেখেন, ‘ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করবেন, এটা ওই হলের বোনদের সাথে পরামর্শ করেছেন কি না? আর একটা কমনসেন্সের দরকার যে মেয়েদের হলের নাম এমন একটা দিলেন, যা ছেলেদের হল নাকি মেয়েদের হল সেটাই বোঝা যাবে না।’ জাতীয় চার নেতার ’৭১-এর ইতিহাস অস্বীকার করলেন? তাদের দোষ কী ছিল? বাংলাদেশি রসায়নবিদ ড. কুদরত-এ-খুদা ভবনের নাম পরিবর্তন করে রাখলেন জাবির ইবনে হাইয়ান? মানে সিরিয়াসলি? বাংলাদেশি একজন মানুষের স্বীকৃতি মুছে দিয়ে কেনো জাবির ইবনে হাইয়ানের নাম দিতে হবে? আরেকটা ভবন করে সেটার নাম দিতেন, যদি এতই প্রয়োজন ছিল।’

আম্মার লেখেন, ‘কাজলা গেইট, বিনোদপুর গেইটের নাম জন্ম থেকেই বাবা-মায়ের মুখে শুনে বড় হয়েছি। গেইটের নাম কে পরিবর্তন করে? আল্টিমেটলি যে সিদ্ধান্তগুলো নিল প্রশাসন, তারা কি স্বাভাবিক অবস্থায় মিটিংয়ে বসেছিল? নাকি সুযোগে ’৭১-এর ওপর দিয়ে ’২৪-এর ন্যারেটিভ দাঁড় করাতে চাইছে? ’৭১ আমাদের ভিত্তি, ’৭১-এর প্রতি এত বিদ্বেষ ভালো মেসেজ দিচ্ছে না।’

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল মডেল স্কুল, শেখ কামাল স্টেডিয়াম, নির্মাণাধীন এ এইচ এম কামারুজ্জামান ও শেখ হাসিনা হলেরও নামফলক ভেঙে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেদিনই তারা এসব স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানান।

আরআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বাসভবনে এনসিপি শীর্ষ নেতাদের বৈঠক Aug 17, 2025
img
এশিয়া কাপে বাবরকে না রাখার কারণ জানালেন প্রধান কোচ Aug 17, 2025
img
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ Aug 17, 2025
বরিশালে ক্রিকেট বিপ্লবের ছোঁয়া, কোচ প্রশিক্ষণে প্রাণচাঞ্চল্য! Aug 17, 2025
img
গণপিটুনির শিকার সেই রিকশাচালকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Aug 17, 2025
'খেলার মধ্যে কোন ধরনের রাজনীতি আনা যাবেনা Aug 17, 2025
জুনের ১২ দিনের যুদ্ধের চেয়ে ভয়াবহ প্রতিশোধের আভাস দিলো ইরান Aug 17, 2025
img
বার্তা ফাঁসকারীকে খুঁজছে সিএমপি Aug 17, 2025
img
সরকার কারও কথায় কাজ করে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন: রিজওয়ানা হাসান Aug 17, 2025
img
সম্রাটের বিরুদ্ধে দুদকের মামলার সাক্ষ্যগ্রহণ স্থগিত Aug 17, 2025
img
আমি ভীষণ রোমান্টিক মানুষ, এখনও প্রেমে বিশ্বাস করি: মালাইকা Aug 17, 2025
img
জেলেনস্কির সঙ্গে ইউরোপীয় নেতাদেরও হোয়াইট হাউসে ডেকেছেন ট্রাম্প Aug 17, 2025
img
অবসর নেওয়ার পরামর্শে কি বললেন কিং খান ? Aug 17, 2025
img
প্রাথমিকের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বিশেষ রুটিনে পাঠদানের নির্দেশ Aug 17, 2025
img
হাওরে উড়াল সড়কের কাজে আরও গতি আসবে : উপদেষ্টা বিধান রঞ্জন Aug 17, 2025
img
লিখিত আদেশ নেই, যে নীতিতে সরানো হলো রাষ্ট্রপতির ছবি Aug 17, 2025
img
পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস বা নীরবতা ছিল: রিজওয়ানা Aug 17, 2025
img
এবার সালমানের ঘনিষ্ঠ এলভিস যাদবের বাড়িতে হামলা Aug 17, 2025
img
শাহরুখ স্টাইলে এন্ট্রি পুত্র আরিয়ানের, নেটফ্লিক্স শো-র দুর্দান্ত টিজার Aug 17, 2025
img
আগামী ১২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস Aug 17, 2025