টলিউডের আলোচিত তারকা জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানকে নিয়ে নতুন করে গুঞ্জন—তাঁদের মধ্যে কি সত্যিই দূরত্ব তৈরি হয়েছে? বুধবার সকাল থেকে সম্পর্ক ভাঙনের জল্পনায় সরগরম পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গন। তবে এসব গুঞ্জনের মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করলেন যশ।
গুঞ্জনের সূত্রপাত তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘিরে। নেটিজেনদের দাবি, যশ-নুসরাত এখন একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন না। পাশাপাশি, তাঁরা ছুটি কাটাতেও গেছেন আলাদা আলাদাভাবে। একদিকে নুসরাত ছেলে ঈশানকে নিয়ে দার্জিলিংয়ে, অন্যদিকে যশ বড় ছেলে রায়াংশকে নিয়ে অবস্থান করছেন থাইল্যান্ডে। এসব দেখেই অনেকে ধরেই নিয়েছেন—এ যুগলের রসায়ন হয়তো আর আগের মতো নেই।
তবে এসব গুজব উড়িয়ে দিয়ে যশ দাশগুপ্ত সংবাদমাধ্যমকে জানান, “সবটাই প্রযুক্তিগত সমস্যা। ইনস্টাগ্রামে নুসরাতকে ফলো না করার বিষয়টি নিয়ে আমি নিজেই অবাক। বিষয়টি খতিয়ে দেখছে আমার সোশ্যাল মিডিয়া টিম।” হালকা রসিকতায় যোগ করে বলেন, “আসলে কেন ফলো করতে পারছি না, সেটা জানতে হলে মার্ক জাকারবার্গকে জিজ্ঞেস করতে হবে!”
অন্যদিকে, নুসরাত বরাবরের মতোই ট্রোল, গুজব ও বিতর্ককে পাত্তা না দিয়ে নিজের মতো সময় কাটাচ্ছেন। দার্জিলিংয়ে ছুটি কাটানোর নানা মুহূর্ত তিনি ভাগ করে নিচ্ছেন ইনস্টাগ্রামে।
যশের বক্তব্য অনুযায়ী, “আমরা আলাদা ঘুরতে এসেছি, সম্পর্ক নিয়ে কোনো সমস্যাই নেই।” ফলে, সম্পর্ক ভাঙনের গুঞ্জন আপাতত জল্পনাতেই সীমাবদ্ধ থাকছে।
আরএ/টিএ