বাংলা টেলিভিশন দুনিয়ার অন্যতম জুটি নীল-তৃণা। চার বছর আগে সংসার পেতেছেন তাঁরা দুজনে। তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডেলও তাঁদের জীবনের মতোই ভীষণ হ্যাপেনিং। যদিও হালফিলে দুই টেলি তারকার সম্পর্ক ও বিবাহবিচ্ছেদ নিয়ে ঘুরেফিরে এসেছে একাধিক জল্পনা। সেই জল্পনাই নতুন করে দানা বাঁধল ফের। কাজের সূত্রে দুই শহরে এখন ‘ত্রিনীল’ জুটি। তাই ফের কানাঘুষো শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কের দূরত্বের বিষয়ে।
এই মুহূর্তে তৃণা ব্যস্ত স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক নিয়ে। ইতিমধ্যেই টিআরপি লিস্টে জায়গা করে নিয়েছে সেই ধারাবাহিক। অন্যদিকে মে মাসের শুরুতেই মুম্বই পাড়ি দিয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে মুম্বই যাত্রা নিয়ে ফলাও করে পোস্টও দেন অভিনেতা। বিমানবন্দরে তোলা তাঁর ছবি, ভিডিয়োও শেয়ার করেন। সেই সময়ই আন্দাজ করা গিয়েছিল, নতুন এক জার্নি শুরু হতে চলেছে নীলের। এর আগে বাংলা টেলিভিশনে একের পর এক হিট ধারাবাহিক দর্শককে উপহার দিয়েছেন নীল। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে।
আর নীলের এই মুম্বই যাত্রার পরই বাড়ছে গুঞ্জন। তাহলে কি দু’জন পাকাপাকি ভাবে দুই আলাদা শহরেই থাকবেন? সম্পর্কে কি যতিচিহ্ন টানবেন তাঁরা? বলাই বাহুল্য, এই ধরনের গুঞ্জন নিয়ে দম্পতি এখনও কোনও প্রতিক্রিয়াই জানাননি। আপাতত পুরোটাই টলিপাড়ার গুঞ্জনমাত্র হয়ে রয়েছে।
এফপি/টিএ