ভূত বিষয়টায় বিশ্বাসী ছিলেন না কিরণ দত্ত। তবে নিজের জীবনে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনার পর এখন তিনি রীতিমত ব্যখ্যা খোঁজার চেষ্টা করে চলেন। ‘প্রেতকথা’য় এসে সেই ঘটনা সকলের সঙ্গে শেয়ার করে নেন তিনি। গৌরব তপাদারের সঙ্গে আড্ডা দিতে গিয়ে কোন রাতের কথা শেয়ার করেন কিরণ, চলুন জেনে নেওয়া যাক।
কিরণ শুরু করলেন, “ভূতের সিনেমা আমি আজ পর্যন্ত কখনও একা দেখিনি। আমায় সব সময় মনে হয়েছে বানিয়ে কিছু বলার থেকে ভাল সত্যি যদি জীবনে কখনও তেমন কিছু ঘটে, সেটা নিয়ে কথা বলা প্রয়োজন। আমি কোনও অন্ধবিশ্বাস প্রমোট করছি না। যেটা বাস্তবে ঘটেছে, সেটাই বলছি।”
কিরণ বলে চলেন, “দু’বার আমার সঙ্গে এমন ঘটেছে। ২০২১ সালে একটা ফ্ল্যাট নিয়েছিলাম। বাড়ির সবাই বলেছিল গৃহপ্রবেশ, পুজো এগুলো করার কথা। কিন্তু আমি তখন কাজ নিয়ে ব্যস্ত, তেমন কিছুই করিনি। একটা ঘর আমায় রেডি করে দেওয়া হয়েছিল। বাকি অংশে কাজ চলছে। ওর মধ্যেই থাকছি। বেডরুমে ম্যাট পেতে ঘুম। রাত তখন তিনটে বাজে। আমি হঠাৎ স্টুডিও রুমটায় লক্ষ্য করলাম একটা আলো আঁধারি বিষয় চলছে। বুঝলাম হালকা করে সেখানে কেউ বসে আছে। আমি ভাবলাম নতুন বাড়ি, চোর ঢুকেছে। তখন মনে হল, আমি তো পাঁচ তলায় ফ্ল্যাট নিয়েছি।… তখন আস্তে আস্তে ভয় করতে শুরু করে। এর আগে ব্রোকার অনেকবার আমায় প্রশ্ন করেছিলেন, আমি একা থাকতে পারব কি না, কিন্তু তখন আমি জানাই, একা তো প্রচুর থেকেছি। এবার সেদিন ওত রাতে ওঁকে ফোন করার আগে আর ভাবতে ইচ্ছে করছিল না, করব কি না, আগে প্রাণে তো বাঁচি।”

যদিও তারপর সবটাই তাঁর কাছে রহস্য হয়ে যায়। কিরণ বলে চলেন, “ফোনটা করে আস্তে আস্তে পাশের ঘরে গিয়ে দেখি তেমন কেউ নেই। ততক্ষমে উনি ফোন ধরে ফেলেছেন। বললাম ভুল করে ফোন চলে গিয়েছে। …তবে সেই রাতের কোনও ব্যখ্যা আমার কাছে নেই।” তবে এখানেই শেষ নয়, এর চেয়েও আরও ভয়ানক ঘটনার সামনে পড়তে হয়েছিল তাঁকে।
টিকে/টিএ