কলকাতার রাজনীতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘জুলি’, যেখানে ক্ষমতার লালসা ও স্বার্থের সংঘাতের জটিলতা চিত্রিত হয়েছে। পরিচালক অরিদ্র সেন এই সিরিজে দেখিয়েছেন এক প্রান্তিক নারীর সংগ্রামের গল্প—যিনি বাধা-বিপত্তি পেরিয়ে পৌঁছান রাজনৈতিক ক্ষমতার শিখরে। এই চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী পাওলি দাম।
রাজনৈতিক রঙে রাঙানো সিরিজটিতে রয়েছেন টালিপাড়ার একাধিক পরিচিত মুখ। সিবিআই অফিসারের চরিত্রে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়কে। আর রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক সেন। চক্রান্ত আর আত্মত্যাগের দ্বন্দ্বে শেষ পর্যন্ত জুলি কি নিজের স্বার্থ ত্যাগ করবেন, নাকি উন্মোচন করবেন গভীর ষড়যন্ত্র—তা জানতে অপেক্ষা করতে হবে শেষ পর্ব পর্যন্ত।
অন্যদিকে, রাজাচন্দ্রের পরিচালনায় মুক্তি পেয়েছে ভৌতিক ঘরানার ছবি ‘চন্দ্রবিন্দু’। সিনেমাটিতে একসঙ্গে দেখা যাবে বাস্তব জীবনের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনকে। জীবন ও মৃত্যুর সীমারেখায় দাঁড়িয়ে এক অজানা জগতের অনুসন্ধান নিয়ে এগিয়ে চলে সিনেমার কাহিনি। শেষ পর্যন্ত সেই রহস্য কতটা উদঘাটিত হয়, তা মিলবে রূপালি পর্দাতেই।