সৌম্যকে ছাড়িয়ে সর্বোচ্চ ডাক এখন সাকিবের দখলে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের পর জায়গা করে নিয়েছে লাহোর কালান্দার্স। দুইবারের চ্যাম্পিয়ন লাহোরকে শিরোপা লড়াইয়ে পৌঁছে দেওয়ার নায়ক বাংলাদেশের রিশাদ হোসেন। তবে একই ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই সম্পূর্ণ ব্যর্থ ছিলেন আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। শুক্রবার (গতকাল) তার পারফরম্যান্স ছিল হতাশাজনক, সেই সঙ্গে গড়েছেন এক বিব্রতকর রেকর্ডও।

এতদিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ডাক (শূন্য) নিয়ে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি ছিল সৌম্য সরকারের দখলে। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে তাকে মুক্তি দিয়েছেন সাকিব আল হাসান। সবমিলিয়ে ৩২ বার তিনি টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন। ৩১টি ডাক নিয়ে বাংলাদেশিদের মধ্যে সৌম্য আছেন দুইয়ে।

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোরের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামেন ১৮ মে। ম্যাচটিতে আগে ব্যাট করতে নামা লাহোরের হয়ে আহমেদ দানিয়ালের প্রথম বলেই বোল্ড হয়ে যান তিনি।

বিরক্ত হয়ে স্টাম্পেও প্রায় আঘাত করতে গিয়েছিলেন সাকিব। পরবর্তীতে বল হাতে ২ ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। লাহোরের পরের ম্যাচটি ছিল করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর লড়াই। সেদিন বল হাতে ১ ওভারে ৪ রানে ১ উইকেট নিলেও, সাকিবের ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি।

সাকিব যোগ দেওয়ার পর থেকে লাহোরের প্রতিটি ম্যাচই ছিল ডু অর ডাই। হারলেই ছিটকে পড়তে হতো চলমান পিএসএল থেকে। তবে তিন ম্যাচে টানা জিতেই তারা ফাইনালে উঠেছে। চূড়ান্ত ধাপে ওঠার লড়াইয়ে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে শাহিন আফ্রিদির দলটি মুখোমুখি হয় ইসলামাবাদ ইউনাইটেডের। যেখানে লাহোর ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রান তোলে। বড় এই পুঁজিতে কোনো অবদানই ছিল না সাকিবের। উল্টো ২ বল খেলে রানের খাতা খোলার আগেই টাইমাল মিলসের বলে ক্যাচ আউট হয়েছেন। ম্যাচে বল হাতেও সাকিব কার্যকরী ছিলেন না। ৩ ওভারে ২৭ রান দিয়েই ছিলেন উইকেটশূন্য।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাক নিয়ে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডে দীর্ঘ সময় শীর্ষে ছিলেন সৌম্য। সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে সৌম্যকে সেখান থেকে কিছুটা স্বস্তি দিয়েছেন। সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বাধিক ডাক মারার তালিকায় সাকিব আট এবং সৌম্য আছেন নয় নম্বরে। সর্বোচ্চ ৪৮টি ডাক নিয়ে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন।

এ ছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের সংস্করণে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়াদের তালিকায় আছে বেশ কয়েকটি বড় নাম। শুরুর দিকে থাকা এসব ক্রিকেটার হচ্ছেন– রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩৫), রাইলি রুশো (৩৩), পল স্টার্লিং (৩৩) ও জেসন রয় (৩৩)।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে ২২ বার শূন্য রানে ফিরেছেন ইমরুল কায়েস, ২০ বার তামিম ইকবাল ও ১৯ বার মুশফিকুর রহিম।

আরএ/এসএন


Share this news on:

সর্বশেষ

img
দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত May 24, 2025
img
নুরুল হক নুরের বক্তব্যের নিন্দা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের May 24, 2025
img
জি এম কাদেরের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশ সোমবার May 24, 2025
img
বিপাশা বসুর একি হাল! May 24, 2025
img
থাইল্যান্ডে হেলিকপ্টার বিধ্বস্ত May 24, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে নিহত ১ May 24, 2025
img
রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক বাতিল May 24, 2025
img
অনির্ধারিত বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি May 24, 2025
img
ড. ইউনূসকে শিরদাঁড়া উঁচু করে চলতে বললেন ব্যারিস্টার কাজল May 24, 2025
২০১০-১১ সালের পুঁজিবাজার কেলেঙ্কারি নিয়ে যা বললেন দেবপ্রিয় ভট্টাচার্য May 24, 2025
img
৫ বছরের মধ্যে সর্বনিম্নে শেয়ারবাজা‌রের সূচক May 24, 2025
img
রোববার ড. ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক May 24, 2025
মামলা, নিষেধাজ্ঞা, ফ্র্যাঞ্চাইজি! কোথায় যাচ্ছেন সাকিব? May 24, 2025
প্রতি সপ্তাহে মেসির পকেটে ৩ কোটি টাকা! May 24, 2025
আইপিএলের মধ্যেই ভাঙন পাঞ্জাব কিংসে! দুই মালিকের বিরুদ্ধে মামলা প্রীতির May 24, 2025
img
আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লকের আদেশ May 24, 2025
img
একনেকে ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন May 24, 2025
img
যমুনায় যাবে জামায়াতও May 24, 2025
পাকিস্তান সেনাবাহিনীর পাশে চীন: স্যাটেলাইটে কভারেজ বাড়াচ্ছে বেইজিং May 24, 2025
ঈদের আগেই আসছে নতুন টাকার নোট!: গভর্নর May 24, 2025