টঙ্গীর গাজীপুর এলাকায় কারখানার ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবারের এই ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার করে যৌথবাহিনী। মামলার বাদী ও আসামীরা সকলে বিএনপি নেতাকর্মী-সমর্থক বলে জানা গেছে।
গ্রেফতার কৃতরা হলেন— মামলার ২নং আসামী টঙ্গীর গাজীপুর গাজীবাড়ি পুকুর পাড় এলাকার শাহাদত হোসেন সাদুর ছেলে দিপু সরকার (৩৪) ও ৯নং আসামী কাজীবাড়ি এলাকার জয়নাল আবেদীনের ছেলে জসিম উদ্দিন (৩৮)।
এর আগে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গীর গাজীপুর এলাকার স্যাটার্ন কারখানার সামনে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন দুই পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড এর ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার অনুসারী এবং স্থানীয় ৫০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবিরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
এ বিষয়ে বিএনপি নেতা কাজী হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, আমার প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজের নামে চুক্তিপত্রের মাধ্যমে গত ১০ আগস্ট থেকে স্যাটার্ন কারখানার বর্জিত মালামাল নিচ্ছিলাম। তবে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হালিম মোল্লার কয়েকশ অনুসারী কারখানার ফটকে এসে মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
অভিযোগের বিষয়ে জানতে হালিম মোল্লার মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
তবে তার পক্ষের বিএনপি নেতা আল মামুন বলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় উপদেষ্টা দিলশান আরা বেগম নিয়মিত ওই কারখানা থেকে ঝুট নামিয়ে আওয়ামী লীগকে অর্থ দিচ্ছেন। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার আমরা মানববন্ধন করেছিলাম। আজ আবার কাজী হুমায়ুনকে ঝুট নামাতে দেখা গেছে। তিনি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ককটেল হামলা চালিয়েছেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার যুগ্ম সদস্য সচিব নাহিদ হাসান শাওন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন গার্মেন্টস থেকে মালামাল নামাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা তাদের প্রতিহত করতে যাই।এর আগে ওই স্থানে আমরা ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছিলাম।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, গতকালের সংঘর্ষের ঘটনায় কাজী হুমায়ুন কবির বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা করে। মামলার এজাহার ভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এফপি/এসএন