মাগুরার শ্রীপুরে নদীতে পড়ে যাওয়া ট্রলি গাড়ি তুলতে গিয়ে চাপা পড়ে হেলাল শেখ (২২) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দির বাজার সংলগ্ন হানু নদীতে এ ঘটনা ঘটে। নিহত হেলাল উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা গ্রামের মন্টু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সোনাতুন্দি গ্রামে বালু নামিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি সোনাতুন্দির বাজার সংলগ্ন হানু নদীতে পড়ে যায়। পড়ে যাওয়া ওই ট্রলি উদ্ধার করতে অন্য আরেকটি ট্রলি আনা হয়।
এরপর শিকল এবং দড়ি দিয়ে বেঁধে নদীতে পড়ে যাওয়া ট্রলি টেনে তোলার চেষ্টা করা হয়। এক পর্যায়ে শিকল ছিড়ে গিয়ে উদ্ধার করতে আসা ট্রলিটি নদীর মধ্যে অগ্রসর হলে নদীতে পড়ে যাওয়া ট্রলিচালক হেলাল দুটি ট্রলির মাঝে চাপা পড়েন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু তাহের মোহাম্মদ রাসেল তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএম/এসএন