এডিপি বাস্তবায়ন হয়েছে ৯৪ দশমিক ৩২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী

সদ্য বিদায়ী ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯৪ দশমিক ৩২ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ২০১৭-১৮ অর্থবছরে এডিপির ৯৪ দশমিক ১১ শতাংশ বাস্তবায়ন হয়েছিল।

মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, সংশোধিত এডিপির আকার ছিল ১ লাখ ৭৬ হাজার ৬২০ কোটি টাকা এর মধ্যে খরচ হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫৯৩ কোটি টাকা।

২০১৭-১৮ অর্থবছরের এডিপি থেকে খরচ হয়েছিল ১ লাখ ৪৮ হাজার ৩০৬ কোটি টাকা। যা বিদায়ী অর্থবছর থেকে প্রায় ১৮ হাজার কোটি টাকা কম।

এম এ মান্নান বলেন, মাঠ পর্যায়ের সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগ বেড়েছে। আমি নিজে মাঝে মাঝে প্রকল্প পরিদর্শনে যাই। এখন আর প্রকল্প পরিচালকদের ধাওয়া করা হয় না। কোনো সমস্যা থাকলে তাদের জানাতে বলি। অর্থ ছাড় সহজ হয়ে যাওয়ায় এডিপি বাস্তবায়ন আগের চেয়ে বেড়েছে।


টাইমস/এএইচ/জেডটি

Share this news on: