অনাগত সন্তানকে নিয়ে কী ভাবছেন পরমব্রত-পিয়া? কেমন আছেন অভিনেতার স্ত্রী? খ্যাতনামী দম্পতিকে নিয়ে অনুরাগী মহলে চর্চা, কৌতূহলের শেষ নেই।
দিন গুনছেন অনুরাগীরা। কবে পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তীর কোলে সন্তান আসছে? কী বলছেন চিকিৎসক? কেমন আছেন পরিচালক-অভিনেতার স্ত্রী? এই প্রশ্ন তো রয়েছেই। নতুন কৌতূহল, ২৭ জুন পরমব্রতর জন্মদিন। অভিনেতার সন্তানও একই মাসে ভূমিষ্ঠ হবে, এমনই জানিয়েছেন চিকিৎসক।
তা হলে কি বাবা-সন্তানের জন্মদিন এক তারিখেই হতে চলেছে?
পিয়া কে এই প্রশ্ন করেছিল এক গণমাধ্যম । পেশায় সমাজকর্মী পিয়া শুনে হেসে ফেলেছেন। বলেছেন, “কী জানি! অত দিন হয়তো সন্তান অপেক্ষা না-ও করতে পারে।” তবে তেমন হলে যে মন্দ হয় না, এমন ইতিবাচক আভাস বোঝা গিয়েছে তাঁর বক্তব্যের ধরন থেকেই। পিয়া জানিয়েছেন, ভাল আছেন তিনি। শরীর-মন সব ঠিকঠাক। দিন যত এগোচ্ছে, সন্তানের উপস্থিতি প্রবল ভাবে অনুভব করতে পারছেন। ভাল লাগছে তাঁর।
চিকিৎসকেরা কী বলছেন? অভিনেতা-পত্নীর কথায়, “ভয় নেই। সব কিছুই স্বাভাবিক ভাবে চলছে। আরও দু’সপ্তাহ পর ফের চিকিৎসক দেখবেন। হয়তো আর বেশি অপেক্ষা করতে হবে না আমাদের। তার পরেই...।” মাতৃত্বের কথা মনে করে তৃপ্তি ঝরেছে হবু মায়ের বক্তব্যে। এর আগে তিনি বলেছিলেন, “আমার থেকেও বেশি উত্তেজিত পরম। সময় পেলেই আলোচনা করছে, সন্তানের জন্য কী কী কিনবে!”
নামও কি ঠিক করে ফেলা হয়েছে? জানতে চাইতেই তিনি জানিয়েছিলেন, আলোচনা শুরু হয়েছে। সন্তানের জন্য কী কী কিনতে হবে, তার তালিকা তৈরি করে দিয়েছেন পারিবারিক সদস্য, ঘনিষ্ঠজনেরা। এ বার সে দিকে মন দেবেন তাঁরা। সন্তানকে নিয়ে হবু মায়ের স্বপ্ন একটাই। বলেছেন, “সন্তান সুস্থ ভাবে জন্মাক। আমাদের মতো সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠুক— আপাতত এটাই মন থেকে চাইছি।”
এফপি/এসএন