অভিনেত্রীর বাইরেও তিনি একজন গবেষক, শিক্ষক, কণ্ঠশিল্পী, গীতিকার। শুধু তা-ই নয়, একজন লেখক এবং উন্নয়নকর্মীও। গবেষণা বিষয়ক লেখালেখির পাশাপাশি শিশুদের জন্য বই লেখেন তিনি। এক নামের পাশেই যার এত পরিচয় তার গুণ সম্পর্কে আর নতুন করে কিছু বলার অপেক্ষাই রাখে না।
বলছিলাম নন্দিত মডেল ও অভিনেত্রী মিথিলার কথা। পুরো নাম রাফিয়াত রশীদ হলেও মিথিলা নামেই তিনি সর্বজন পরিচিত। স্বামী, সংসার ও সন্তান; নিজেকে শুধু এই তিন ‘স’-তে আবদ্ধ রাখেননি; রূপে, গুণে আর অভিনয়ে নিজেকে নিয়ে গিয়েছেন এক অনন্য মাত্রায়।
আজ এই অভিনেত্রীর জন্মদিন।
ঘড়ির কাঁটায় ১২টা বাজার আগে থেকেই সহকর্মী, ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন মিথিলা। তবে তার দিনের শুরুটা বেশ চমৎকারভাবে হয়েছে বলে জানান তিনি।
মায়ের জন্মদিন উপলক্ষে তার একমাত্র মেয়ে আইরা তাহরিম খান নিজ হাতে কেক বানিয়েছেন এবং সেই কেক কেটেই জন্মদিনের প্রথম প্রহর শুরু হয় মিথিলার। অভিনেত্রী বললেন, ‘আইরা আমার জন্য নিজ হাতে কেক বানিয়েছে, এটাই তো আমার জন্য সবচেয়ে বড় উপহার।
সে টুকটাক অনেক কিছুই করার চেষ্টা করে, আমার কাজে আমাকে সব সময় ভীষণভাবে সহযোগিতা করে। মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ দেয়। এগুলোই তো আমাকে আনন্দ দেয়।’
কালের কণ্ঠের সঙ্গে যখন মিথিলার আলাপ হচ্ছিল তখন তিনি অফিসে। জন্মদিন কেমন কাটছে প্রশ্ন করতেই এমন কথাগুলো বলছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
এরপর তিনি বললেন, এখন অফিসে আছি। কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। সবাই জন্মদিন ঘিরে নানা রকম ভালোবাসায় মোড়ানো শুভেচ্ছা বার্তা দিচ্ছে, ভালো কাগছে। জন্মদিন নিয়ে তো তেমন কোনো পরিকল্পনা থাকে না। অফিস শেষ করে মেয়েকে নিয়ে একটু বের হবো। একটু ঘুরব তারপর মা-মেয়ে একসঙ্গে বাহিরে ডিনার করব। পুরো সময়টা আইরার জন্য।
প্রায় দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার তার। দীর্ঘ এই ক্যারিয়ারে অনেক চরাই- উতরাই পার করেছেন। তবে কোনো কিছু নিয়েই তার কোনো অভিযোগ নেই। প্রাপ্তির তালিকায় সবার কাছ থেকে পাওয়া ভালোবাসাটাই তার কাছে মুখ্য।
মিথিলা বললেন, ‘সত্যি বলতে, এখন পর্যন্ত যা পেয়েছি, জীবন আমাকে যা দিয়েছে তাতেই আমি তৃপ্ত। অনেক কিছু পেয়েছি। এর বাইরে আমার কোনো অভিযোগ নেই। এতটা সময় ধরে দর্শকরা আমাকে ভালোবাসা দিয়ে আসছেন, এটা আমার জন্য আশীর্বাদ।’
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত ‘জলে জ্বলে তারা’ সিনেমা। এ ছাড়া ওটিটিতে গেল ঈদে এসেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিজন ২। দুটো কাজ থেকেই পেয়েছেন দর্শকের প্রশংসা ও ভালোবাসা।
মিথিলার ভাষ্যে, “আমি তো খুব বেশি কাজ করি না। বছরে একটা কিংবা দুইটা কাজ করি। সারা বছরই তো অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকি। এর মধ্যে যখন ভালো কোনো প্রজেক্ট পাই তখন একটু সময় বের করে অভিনয় করার চেষ্টা করি।
সম্প্রতি মুক্তি পাওয়া দুটো কাজ থেকেই দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিজন ২-এর জন্য বাইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছি।”
এর মধ্যে নতুন কোনো কাজে এখনো চুক্তিবদ্ধ হননি বলেও জানান তিনি। এর বাইরে তিনি এখন ব্যস্ত রয়েছেন পিএইচডি সম্পন্ন করা নিয়ে।
টিকে/টিএ