থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জুলাই যোদ্ধা মোহাম্মদ হাসানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে নোয়াখালীর সুবর্ণচরের গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উপজেলার চর জব্বর ইউনিয়নের চেউয়াখালী বাজারসংলগ্ন তরিকউল্যাহ সমাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আহ্বায়ক মো. আরিফুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন জাতিকে নতুন করে ভাবার সুযোগ ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের জন্য সব সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট চট্টগ্রামের টাইগারপাসে জুলাই গণ-অভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য গত ২৪ নভেম্বর তাকে থাইল্যান্ডের ব্যাঙ্ককে বামরুনগ্রাদ হাসপাতাল পাঠানো হয়। পরে ওই দেশের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে হাসানের মৃত্যু হয়।
এমআর/টিএ