শপথ চেয়ে উচ্চ আদালতে এখনো রিট করেননি বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।আজ রবিবার বিকেলে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।
বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, “যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ‘সিটি করপোরেশন আইন’ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি।
এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চুড়ান্ত করা হয় নাই। আদালতের প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটা এন্ট্রি করিয়েছি মাত্র। এটা জাস্ট একটা এন্ট্রি মাত্র। রিট পিটিশন নয়।
প্রসঙ্গত, আজ রবিরার বিভিন্ন গণমাধ্যমে ‘শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইশারাক হোসেন’ সংবাদ প্রকাশিত করেছে। এর পরই এই বিবৃতি পাঠান ইশরাক হোসেন।
গত বৃহস্পতিবার (২২ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এমআর/টিএ