চট্টগ্রামের ১০টি স্থানে জাতীয় নাগরিক পার্টির পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব পথসভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম (দক্ষিণ) জেলার আওতাধীন বিপ্লব উদ্যান, কর্ণফুলী (মইজ্জ্যারটেক), আনোয়ারা (চাতুরী চৌমুহনী), বাঁশখালী (উপজেলা চত্বর), সাতকানিয়া (কেরানীহাট), লোহাগড়া (আমিরাবাদ), দোহাজারী (পৌরসভা), চন্দনাইশ (পৌরসভা), পটিয়া (কলেজ গেইট মোড়) ও বোয়ালখালীতে (গোমদন্ডি,ফুলতল) এসব পথসভা অনুষ্ঠিত হয়।
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এসব পথসভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, সংগঠক, আরমান হোসাইন ও আজিজুর রহমান রিজভী।
রবিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘জনতার ভালোবাসা আর বিশ্বাসকে শক্তি করে, এগিয়ে চলেছি পরিবর্তনের মিছিল নিয়ে। নয় কোনো স্বপ্ন বিক্রি—আমি চাই বাস্তব উন্নয়ন, গড়ে তুলব আগামীর বাংলাদেশ!’
টিকে/টিএ