ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের তালা খুলে নাগরিক সেবা পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন সাধারণ নাগরিকরা। কয়েকদিন ধরে নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকায় তারা সেবা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
সোমবার (২৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ নগরবাসী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা দ্রুত নগর ভবন খুলে সেবা সচল করার দাবি জানান।
বক্তারা বলেন, সরকারকে অনুরোধ করবো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নগর ভবনের তালা খুলে সেবা চালুর ব্যবস্থা করুন। যারা ভবন অবরুদ্ধ করেছেন, তাদের প্রতি আহ্বান, আপনারা এই অনৈতিক কর্মসূচি বন্ধ করুন। জনগণকে জিম্মি করে আন্দোলন করা চলবে না।
মানববন্ধনে অংশ নেওয়া খলিলুর রহমান বলেন, ৬৭ বছর বয়সে তিনদিন ধরে ঘুরেও সেবা পাচ্ছি না। নগর ভবন খুলে দিন, আমাদের ভোগান্তির শেষ নেই। জনগণ রাস্তায় নামলে তখন আর সামাল দিতে পারবেন না।
আরেক ভুক্তভোগী আবদুল মান্নান বলেন, নগর ভবন অবরুদ্ধ করে ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে। নাগরিক সেবা বন্ধ রাখা কারো ব্যক্তিস্বার্থ হাসিলের উপায় হতে পারে না।
ভুক্তভোগী রাজু আহমেদ বলেন, আপনারা তালা মেরেছেন নগর ভবনে, না কি জনগণের মুখে? আমরা সাধারণ মানুষ, আমাদের সেবা দেওয়া আপনারা বন্ধ রাখতে পারেন না।
এসময় আরও বক্তব্য দেন মো. শাকিল, খাজা ফুয়াদ, মানজুরুল ইসলাম মাসুদ, মাসুম বিল্লাহ, ফখরুল ইসলাম, আনোয়ার হুসাইন প্রমুখ।
আরএ/এসএন