জুনে হবে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা আলোচনা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী জুনের প্রথম সপ্তাহে সংস্কারকাজ নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই আলোচনার উদ্বোধন করবেন বলে আজ সোমবার তার দপ্তর জানিয়েছে।

আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় ঐকমত্য কমিশনের অন্য সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

এ সময় সংস্কারপ্রক্রিয়া ও নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজ ও তৃণমূলের সংগঠনগুলোকে সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়িয়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

গত ১৯ মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম দফায় আলোচনা শেষ হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জনগণকে নির্বাচনমুখী করতে হবে। কেউ যেন ব্যালট বাক্স ছিনিয়ে নিতে না পারে সেই বিষয়ে নাগরিকদের সচেতন করতে হবে।

শৃঙ্খলা আনতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে নিরাপদ ভোটের আয়োজন করতে হবে।’

তিনি বলেন, ‘এত বড় অভ্যুত্থানের পর যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম এটা যেন তেমন বাংলাদেশই রয়ে না যায়।’

আজকের সভায় অতীতে বিভিন্ন নির্বাচনে অনিয়মের সাথে যারা জড়িত তাদের ভূমিকা তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, এ বিষয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল ইতোমধ্যেই ঐকমত্য প্রকাশ করেছে।

কমিশন সদস্য আইয়ুব ভূঁইয়া অবিলম্বে জনপ্রশাসন সংস্কার বাস্তবায়ন কমিশন গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ‘১৯৮২ সালে এনাম কমিশন বিভিন্ন সরকারি সংস্থার যে অর্গানোগ্রাম তৈরি করেছিল সেটাই তাদের এখনো রয়ে গেছে। ইতোমধ্যেই বিভিন্ন সংস্থা অপ্রয়োজনীয় হয়ে পড়েছে এবং নতুন অনেক সংস্থা গঠন করা হয়েছে। এ কমিশন গঠন করা হলে এই অর্গানোগ্রামগুলো পুনর্গঠন করা যাবে।’

তিনি বলেন, ‘এনবিআর সংস্কারে জনপ্রশাসন কমিশনের সুপারিশ ছাড়া আরো দুটি কমিশন কাজ করেছে যার ফলে এক ধরনের সমন্বয়হীনতা তৈরি হয়েছে।

বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রতিনিধি এমদাদুল হক রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সুপ্রিমকোর্টের বিচারপতি নিয়োগে যে কমিশন গঠন করা হয়েছে তা যেন স্বচ্ছভাবে কাজ করতে পারে সেটি নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানান।

দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রতিনিধি ইফতেখারুজ্জামান প্রাথমিকভাবে গঠিত ছয়টি কমিশনের বাইরে গণমাধ্যম, শ্রম, স্থানীয় সরকার, নারী ও স্বাস্থ্য বিষয়ক যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সেগুলোর সুপারিশ বাস্তবায়নে একটি রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন।

নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার ২০০৮ সালে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রণীত খসড়া প্রস্তাবটি অধ্যাদেশ আকারে প্রকাশ করার আহ্বান জানান।
আজকের সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সংস্কার কমিশনের প্রতিনিধি সফর রাজ হোসেন।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ক্রিকেট দল না গেলেও শুটিং দলকে ভারত সফরের অনুমতি দিল সরকার Jan 29, 2026
img
দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন : রেজাউল করীম Jan 29, 2026
img
চোখের ভাষায় বলিউডের অভিনয়ের জাদু! Jan 29, 2026
img
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: যুদ্ধ কি অত্যাসন্ন? Jan 29, 2026
img
সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার সালাউদ্দিন টুকুর Jan 29, 2026
img
৩৫ শতাংশ সফলতায় অক্ষয় কুমারের বক্স অফিস চ্যালেঞ্জ! Jan 29, 2026
img
পুলিশের ৪০ কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার Jan 29, 2026
img
‘কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে নিয়ে বিআইডব্লিউটিএ’র সুপারিশ বাস্তবায়ন সম্ভব নয়’ Jan 29, 2026
img
অপমানিত বোধ করায় ক্রিকেট বিশ্বকে বিদায় জানিয়েছিলেন যুবরাজ Jan 29, 2026
img
ইমরান খানকে হাসপাতালে নেয়া হয়েছিল, জানালেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার Jan 29, 2026
img
দুলকার সালমানের ক্লাসি সিনেমায় অভিনেত্রী শ্রুতির ঝলক! Jan 29, 2026
img
বিশ্বকাপ থেকে সড়ে আসায় ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প Jan 29, 2026
img
যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হবে, মুখ খুলল চীন Jan 29, 2026
মার্কিন হামলার কতটা শক্তিশালী জবাব দিবে ইরান Jan 29, 2026
ত্রুবিনের রূপকথায় রিয়ালের স্বপ্ন ভাঙল, পিএসজি-নিউক্যাসল ম্যাচ ড্র| Jan 29, 2026
img
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, ৫ আসামির সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তি শেষ করল রাষ্ট্রপক্ষ Jan 29, 2026
img

টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে

১২ হাজার মাইল খাল খনন ও বছরে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা তারেক রহমানের Jan 29, 2026
img
কুমিল্লার মঞ্জুরুল আহসান ও মোবাশ্বের আলমের আপিলের রায় রোববার Jan 29, 2026
img
জনগণের ভালোবাসার শক্তিতেই বৈষম্যহীন দেশ গড়বে বিএনপি: অমিত Jan 29, 2026
img
নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : খেলাফত মজলিস Jan 29, 2026