‘পদ্মা সেতুর অগ্রগতি তাদের গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ গুজব। গুজবের ডালপালা বিস্তার করেছে। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হচ্ছে— এটা তারা মানতে পারছে না। পদ্মা সেতু এখন দুই কিলোমিটার দৃশ্যমান। ৭১ ভাগের সার্বিক অগ্রগতি হয়েছে। এটা তাদের গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে। সে জন্য বলে, পদ্মা সেতুর জন্য নাকি লাখো মানুষের মাথা আর রক্তের প্রয়োজন। এ রকম উদ্ভট উন্মাদের বক্তব্য আসছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে সক্রিয় হতে হবে। সর্বমুখী যুদ্ধে লিপ্ত হতে হবে। শুধু রাজপথে স্লোগান নয়, আজকে সাইবার আক্রমণ হচ্ছে, এর বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কর্মিসভায় বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সাইবার অ্যাটাক মোকাবিলা করতে পেরেছি বলেই নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে পেরেছি। সামনে কঠিন লড়াই আছে। আওয়ামী লীগের সামনে কঠিন চ্যালেঞ্জ। সরকারকে কোণঠাসা করার জন্য, বিপদে ফেলার জন্য বিরোধী শক্তিগুলো নানা তৎপরতা চালাচ্ছে।

এ ধরনের অপপ্রচারকে নির্মম, নিষ্ঠুর আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আন্দোলনে ব্যর্থ হয়ে, নির্বাচনে ব্যর্থ হয়ে এখন তারা শুরু করেছে অপপ্রচার। অপপ্রচার ছাড়া তাদের আর কোনো পুঁজি নেই। এসব অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

খালেদা জিয়ার জামিন আদালতের বিষয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ তাকে জেলে বন্দী করেনি। দুর্নীতির মামলায় আদালতের আদেশে সাজা পেয়ে তিনি কারাগারে আছেন। এটা আইনের ব্যাপার।’

 

টাইমস/এসআই

Share this news on: