ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদী সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দলের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময়সভা গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।
সৌজন্যমূলক এই মতবিনিময়সভায় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মতবিনিময়সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
টিকে/টিএ