বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দুঃসংবাদ

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি, বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই বাধ্যতামূলক করার উদ্যোগও গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনপিআর (ন্যাশনাল পাবলিক রেডিও)। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে এ মামলা দায়ের করা হয়।

মামলায় এনপিআর অভিযোগ করেছে, তাদের সরকারি অনুদান কমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছেন, তা অবৈধ। উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প এনপিআর এবং পিবিএসের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচারের অভিযোগ তোলেন।

যুক্তরাষ্ট্রের ‘করপোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং’ প্রতি বছর বিভিন্ন সরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলের জন্য প্রায় ৫০ কোটি ডলার বরাদ্দ দেয়। এর মধ্যে পিবিএস পায় ১৭ শতাংশ এবং এনপিআর পায় ২ শতাংশ। তবে ট্রাম্প প্রশাসন অভিযোগ তোলে, এসব মাধ্যম পক্ষপাতিত্বপূর্ণ কভারেজ দেয়, যার পরিপ্রেক্ষিতে সরকারি অনুদান বন্ধের নির্দেশ দিয়ে একটি নির্বাহী আদেশ দেন ট্রাম্প।

মামলায় বলা হয়, প্রেসিডেন্টের অপছন্দের সংবাদ ও অনুষ্ঠান প্রচারের জন্য এনপিআরকে শাস্তি দিতে এই আদেশ জারি করা হয়েছে, যা সংবিধানবিরোধী। সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী এনপিআর ও অন্যান্য স্বাধীন সম্প্রচারমাধ্যম যে মতপ্রকাশের অধিকার ভোগ করে, তা এই আদেশের মাধ্যমে খর্ব করা হয়েছে।

এদিকে, শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির (এক্সচেঞ্জ) ভিসার ক্ষেত্রে সাক্ষাৎকার গ্রহণ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটরদের সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্ট, মন্তব্য ও শেয়ার ইত্যাদি খতিয়ে দেখার একটি কঠোর যাচাই প্রক্রিয়া চালু করার প্রস্তুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, নতুন নির্দেশ না দেয়া পর্যন্ত কোনো অতিরিক্ত শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিসার সাক্ষাৎকার নির্ধারণ করা যাবে না।

নতুন যাচাই প্রক্রিয়ায় আবেদনকারীদের ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার), টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম পর্যালোচনা করা হবে, যাতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো তথ্য রয়েছে কি না, তা নিশ্চিত করা যায়।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ট্রাম্প প্রশাসনের এই নতুন নির্দেশনা বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসার আগ্রহে বাধা সৃষ্টি করতে পারে। এতে দেশটির বহু বিশ্ববিদ্যালয়, বিশেষ করে যেগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীর ওপর আর্থিকভাবে নির্ভরশীল, ক্ষতিগ্রস্ত হতে পারে।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি Nov 19, 2025
img
ইসির সঙ্গে জামায়াত-এনসিপিসহ ৭টি রাজনৈতিক দলের মতবিনিময় শুরু Nov 19, 2025
img
বিএনপি-জামায়াতের মনোনয়নবঞ্চিত হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন দেবে এনসিপি Nov 19, 2025
img
মুশফিকের শততম টেস্ট নিয়ে সাকিবের বার্তা Nov 19, 2025
img
সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ Nov 19, 2025
img
১৪ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ Nov 19, 2025
img
২৫ নভেম্বর থেকে চালু হচ্ছে ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ Nov 19, 2025
img
আনসার-ভিডিপি ব্যাংক থেকে দুই কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলা Nov 19, 2025
img
বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও Nov 19, 2025
img
দেশে ফিরেছেন আলী রীয়াজ Nov 19, 2025
img
পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেন নুর Nov 19, 2025
img
ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করলে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে : মাদুরো Nov 19, 2025
img
এটা তোমার জয় নয়, অভিশপ্ত জীবনের শুরু : জিতু Nov 19, 2025
img

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজ

বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন Nov 19, 2025
img
সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার Nov 19, 2025
img
শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা : গোলাম মাওলা রনি Nov 19, 2025
img
ভারত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন পাচার হওয়া ৩০ নারী-পুরুষ Nov 19, 2025
img
টম ক্রুজকে শুভেচ্ছা জানালেন অনিল কাপুর Nov 19, 2025
img
ছোট নায়িকার সঙ্গে রোমান্স, বয়স নিয়ে সমালোচনার জবাব দিলেন রণবীর Nov 19, 2025
img

সিএ প্রেস উইং ফ্যাক্টস

ওয়াজ মাহফিল নিয়ে জেলা প্রশাসকরা প্রধান উপদেষ্টাকে কোনো পরামর্শ দেননি Nov 19, 2025