ইউরোপে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়লেও জনপ্রিয় ব্র্যান্ড টেসলার জন্য তা লাভজনক হয়ে ওঠেনি। গতকাল মঙ্গলবার (২৭ মে) প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল মাসে ইউরোপে টেসলার গাড়ি বিক্রি প্রায় ৫০% কমে গেছে।
ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে ইউরোপের ৩২টি দেশে টেসলা গাড়ি বিক্রি নেমে এসেছে ৭২৬১টি-তে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ১৪,২২৮।
অন্যদিকে, এই সময়েই অন্যান্য কোম্পানির ব্যাটারি চালিত গাড়ির বিক্রি ২৮% বেড়েছে। পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির বিক্রি কমেছে। অর্থাৎ ইলেকট্রিক গাড়ির বাজারে চাহিদা বেড়েছে, কিন্তু টেসলার অংশীদারিত্ব কমেছে।
বিশেষজ্ঞদের মতে, এই পতনের পিছনে একাধিক কারণ রয়েছে।
প্রথমত, টেসলার সিইও এলন মাস্কের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, যার ফলে অনেক গ্রাহক টেসলাকে বয়কট করছেন।
দ্বিতীয়ত, টেসলার গাড়ির মডেলগুলির বড় কোনও পরিবর্তন হয়নি, তাই নতুন ক্রেতাদের আকর্ষণ করা কঠিন হয়ে পড়েছে।
তৃতীয়ত, চীনের সস্তা দামের ইলেকট্রিক গাড়ি ব্র্যান্ডগুলি ইউরোপের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে।
এ ছাড়াও, টেসলার সবচেয়ে জনপ্রিয় মডেল ‘মডেল ওয়াই’ আপগ্রেডের কারণে কিছু সময়ের জন্য কারখানা বন্ধ ছিল।
ফলে উৎপাদন ও সরবরাহ কমেছে। চলতি বছরের প্রথম চার মাসে ইউরোপে টেসলার মোট গাড়ি বিক্রি ৩৯% কমে ৬১,৩২০টি হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরআর/টিএ