চট্টগ্রামে ফের কেএনএফ-এর ইউনিফর্ম জব্দ, মে মাসে উদ্ধার ৪৭ হাজার

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন একটি গার্মেন্টস কারখানায় ফের বিপুল পরিমাণ ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ, যা পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর জন্য তৈরি করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। এটি চলতি মে মাসে এ ধরনের তৃতীয় অভিযান, যেখানে মোট ইউনিফর্ম জব্দের সংখ্যা ছাড়িয়ে গেল ৪৭ হাজার।

মঙ্গলবার (২৭ মে) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটি থেকে প্রায় ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে। পুলিশের এক সূত্র জানিয়েছে, এসব পোশাক কেএনএফ-এর সদস্যদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল।

সূত্র আরও জানায়, উদ্ধার করা ইউনিফর্মগুলো সামরিক ধাঁচের এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে ছাপা ও সেলাই করা হয়, যাতে গোপনে পাহাড়ে পাচার করা যায়। তবে এ বিষয়ে এখনো কেউ প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হননি। একজন নগর পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে বলেন, ‘বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলাটির বাদী হবেন বায়েজিদ বোস্তামী থানার একজন উপপরিদর্শক।

এর আগেও একই গার্মেন্টস এলাকা থেকে দুই দফায় বিপুল পরিমাণ ইউনিফর্ম জব্দ করা হয়। গত ১৭ মে রিংভো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করে। তদন্তে উঠে আসে, এসব পোশাক দুই কোটি টাকার বিনিময়ে কেএনএফ-এর জন্য সরবরাহ করার পরিকল্পনা ছিল।

ওই ঘটনায় গার্মেন্টস মালিক সাহেদুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করা হয়। বাকি দুজন হলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তাঁরা রাঙামাটির কাপ্তাইয়ের বাসিন্দা মংহলাসিন মারমার কাছ থেকে এ ফরমাশ এনেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। পুলিশ জানায়, মে মাসেই পোশাকগুলো সরবরাহ করার কথা ছিল।

১৮ মে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

তৃতীয় দফা অভিযানেও একই ধাঁচের পোশাক

এরপর ২৬ মে দিবাগত রাতে বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে আরও ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করে পুলিশ। এগুলোর ডিজাইন ও মান প্রথম দুই দফার মতোই বলে জানায় তদন্ত সংশ্লিষ্টরা।

অবৈধ ইউনিফর্ম তৈরির ঘটনায় উদ্বেগ

টানা তিন দফা অভিযানে একই উদ্দেশ্যে তৈরি বিপুল পরিমাণ ইউনিফর্ম উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও উদ্বিগ্ন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গার্মেন্টস খাত ব্যবহৃত হয়ে যদি এই ধরনের সশস্ত্র সংগঠনের সহায়তা করা হয়, তা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

একই এলাকার গার্মেন্টস থেকে টানা তিন দফায় বিপুল ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় পাহাড়ি অঞ্চলে চলমান সশস্ত্র তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্তের অগ্রগতি ও অপরাধ চক্রের মূলহোতারা শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী এখন আরও সতর্ক এবং সক্রিয়।

এই ঘটনায় পরবর্তী পদক্ষেপ ও আইনি প্রক্রিয়া কীভাবে এগোয়, তা এখন দেশের নিরাপত্তা বিশ্লেষকসহ সাধারণ মানুষের নজরে রয়েছে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অব্যাহতি : ট্রাম্পের আদেশ বাতিল করলেন আদালত Sep 16, 2025
img
ভাঙ্গার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : ডিআইজি রেজাউল করিম Sep 16, 2025
img

এশিয়া কাপ ২০২৫

বাংলাদেশের টিকে থাকার লড়াই আজ Sep 16, 2025
img
সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান Sep 16, 2025
img
দুপুরে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসবেন নাহিদ ইসলাম Sep 16, 2025
img
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় Sep 16, 2025
নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের অবস্থান | ইসলামিক জ্ঞান Sep 16, 2025
"আ:লীগ ও বিএনপিকে আগামী দিনের বাংলাদেশের জনগণ দেখতে চায় না" Sep 16, 2025
img
তিস্তা প্রকল্প যাচাইয়ে বাংলাদেশে আসছে চীনের বিশেষজ্ঞ দল: উপদেষ্টা আসিফ মাহমুদ Sep 16, 2025
img
ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কাতারের পাশে ইসলামি বিশ্ব: এরদোয়ান Sep 16, 2025
img
পোশাক নিয়ে কাউকে হেয় করা চলবে না : সাদিক কায়েম Sep 16, 2025
img
ভাঙ্গার সীমানা ইস্যুতে ইসিতে ডিসির চিঠি Sep 16, 2025
img
বাগেরহাটে হরতাল প্রত্যাহার করে ইসি কার্যালয়ের সামনে অবস্থান Sep 16, 2025
img
‘শত্রুতা’ ভুলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করল তৃণমূল Sep 16, 2025
img
নগদ নির্ভরতা কমাতে আসছে অভিন্ন লেনদেন ব্যবস্থা Sep 16, 2025
img
৪১% মাশুল বাড়ল চট্টগ্রাম বন্দরে Sep 16, 2025
img
ন্যায়ভিত্তিক শাসনে না ফিরলে মবের মূলক শব্দটি বাস্তবে স্থায়ী হবে: জিল্লুর রহমান Sep 16, 2025
img
নির্বাচনে গ্রুপিং নিয়ে বুলবুলের মন্তব্য Sep 16, 2025
img
শুধু কথা দিয়ে ইসরায়েলি বর্বরতা থামবে না : পেজেশকিয়ান Sep 16, 2025
img
রশিদ খানরা এগিয়ে, তবুও রিশাদে ভরসা রাখছেন মুশতাক Sep 16, 2025