অনলাইন পেজে ইলিশ বিক্রি নিয়ে প্রতারণা, রাজধানীতে চক্রের ৮ সদস্য গ্রেফতার

অনলাইনে পেজ খুলে চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে অভিনব কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি প্রতারক চক্র। ওই প্রতারক চক্রের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২৫টি মোবাইল ফোন ও ৭০টি অবৈধ সিম জব্দ করা হয়।

গত সোমবার ও মঙ্গলবার (২৬ ও ২৭ মে) খুলনা, নড়াইল ও যশোরে বিশেষ ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

গ্রেফতাররা হলো- আনাছ শেখ (২১), কামাল শেখ (২১), ইয়ানুর মোল্লা (২১), জোবায়ের হোসেন (২৩), রুবেল শেখ (২৯), সাগর হোসেন (২৩), মো. আলীনূর ইসলাম (১৮) ও শরিফুল ইসলাম (২১)।

ডিবি-সাইবার সূত্রে জানা যায়, গত বছরের ২০ নভেম্বর জনৈক মো. মাসুম বিল্লাহ ‘চাঁদপুর ইলিশ বাজার’নামক ফেসবুক পেজে সুলভমূল্যে ইলিশ মাছ বিক্রির চমকপ্রদ বিজ্ঞাপন দেখে ইলিশ অর্ডার দেন এবং তাদের দেওয়া একটি বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা অগ্রিম প্রদান করেন। কিন্তু ওই অর্ডারের কোনো ইলিশ তিনি পাননি। এ ঘটনায় মো. মাসুম বিল্লাহের অভিযোগের প্রেক্ষিতে খিলগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলাটি পরবর্তীতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে হস্তান্তর করা হয়। তদন্তাধীন এই মামলায় তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রকে শনাক্ত করে ডিবি। পরবর্তীতে সোমবার ও মঙ্গলবার খুলনা, নড়াইল ও যশোরে ধারাবাহিক অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ৮ জনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি-সাইবার সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনলাইন শপের ছবি ব্যবহার করে পেজ খুলে চাঁদপুরের তাজা ইলিশ সুলভমূল্যে সরবরাহের বিজ্ঞাপন দিয়ে আসছিল।

তারা ইলিশ সরবরাহের অর্ডার নিয়ে অগ্রিম টাকা গ্রহণ করত। টাকা নেওয়ার পর তারা গ্রাহকদের ইলিশ মাছ বুঝিয়ে দিত না এবং কোনো যোগাযোগ রাখত না।

চক্রটির মূলহোতা আনাছ শেখ ও শরিফুল ইসলামের নেতৃত্বে তারা বিভিন্ন ব্যক্তির এনআইডি সংগ্রহ করে মোবাইল কম্পানি ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় ভুয়া সিম ও অ্যাকাউন্ট খুলে এই অভিনব প্রতারণা চালিয়ে আসছিল। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে এই অভিনব প্রতারণার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের প্রতারণার শিকার অসংখ্য ভুক্তভোগী ডিএমপির বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ করেছেন, যার অনেকগুলো ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে তদন্তাধীন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে ডিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বেঙ্গালুরুর কাছে লজ্জার হার ভুলতে চান না শ্রেয়াস আইয়ার May 30, 2025
ইরানে হামলার প্রস্তুতি, নেতানিয়াহুকে শাসালেন ট্রাম্প May 30, 2025
img
সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীদের যেতে নিরুৎসাহিত করছে ঢাবি প্রশাসন May 29, 2025
আইসিসির নিষেধাজ্ঞা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল! May 29, 2025
একটি দল নির্বাচন কমিশনের উপর দখলদারিত্ব করছে: তাসনিম জারা May 29, 2025
আমের পর এবার চামড়া আমদানিতে আগ্রহ চীনের May 29, 2025
img
সুশাসনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন শহীদ জিয়া:মীর হেলাল May 29, 2025
img
বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ May 29, 2025
আবারও সামনে এলেন খালেদা জিয়া, দিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা May 29, 2025
img
নেত্রকোনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ২ May 29, 2025
img
ছাত্রলীগ কায়দায় ছাত্রশিবির আমাদের উপর হামলা করেছে: গণতান্ত্রিক ছাত্র জোট May 29, 2025
img
চাঁদপুরে সর্বোচ্চ ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড May 29, 2025
img
হজ পালনে করতে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ১৩ লাখ বিদেশি হজযাত্রী May 29, 2025
এভার কেয়ার হাসপাতাল, চিকিৎসা শেষে বিল দেখে চক্ষু চড়কগাছ! May 29, 2025
img
ভারতের রাফাল ভূপাতিত হওয়ার আনুষ্ঠানিক তথ্য চাইল ফ্রান্সের সেনাবাহিনী May 29, 2025
img
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র নেতা গ্রেফতার May 29, 2025
img
ইউরোপে গিয়ে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে May 29, 2025
img
তাদের একসঙ্গে বসা উচিত, পরেশকে ভক্তরা মিস করবেন:'হেরা ফেরি-৩' নিয়ে জনি লিভার May 29, 2025
নারী ক্রিকেটকে বদলে দিতে চান ভাইরাল তন্নী May 29, 2025
৭১ বছরের বই বিক্রেতার স্বপ্ন লেখক পিনাকীর সঙ্গে একবার দেখা করা May 29, 2025