চট্টগ্রামে হামলার সাথে শিবিরের সম্পর্ক নেই: ছাত্রশিবির

চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোট ও শাহবাগবিরোধী মঞ্চের মধ্যে সংঘর্ষ এবং এক নারী কর্মীর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে চট্টগ্রাম মহানগর উত্তর শাখা ছাত্রশিবির। একই সঙ্গে এ ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে চালানো ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের’ প্রতিবাদ জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার (২৯ মে) মহানগর উত্তর শাখার সভাপতি তানজীর হোসেন জুয়েল ও সেক্রেটারি মুমিনুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর যে অপচেষ্টা চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, নিন্দনীয় ও দুঃখজনক। ভিডিও ফুটেজে হামলাকারী যে ব্যক্তিকে ছাত্রশিবিরকর্মী বলা হচ্ছে, তিনি বর্তমানে সংগঠনের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।

নেতারা বলেন, যে ব্যক্তি হামলার সঙ্গে জড়িত, তিনি ইতোপূর্বে ছাত্রশিবিরের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকলেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত নন। তার ব্যক্তিগত আচরণের দায়ভার ছাত্রশিবির নেবে না। একজন আদর্শবাদী ও শান্তিপূর্ণ ছাত্রসংগঠন হিসেবে আমরা সবসময় নারীর সম্মান ও অধিকার রক্ষায় সচেষ্ট। নারীর প্রতি সহিংস মনোভাব আমাদের নীতিমালার পরিপন্থি।

বিবৃতিতে তারা আরও বলেন, আমরা চাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ছাত্রশিবিরকে বারবার লক্ষ্যবস্তু করা মোটেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে ভুক্তভোগী নারীকে আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট মহলকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের ডাকা মানববন্ধনে হামলা চালায় শাহবাগবিরোধী ঐক্য। এতে অন্তত ১৫-১৮ জন আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেছে ছাত্রজোট। একজন নারীকে লাথি মারার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এরপর অভিযুক্ত যুবকের পরিচয় শনাক্ত করা গেছে। আকাশ চৌধুরী নামে ওই যুবক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। একসময় শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তিনি জামায়াতের কোনো পদে নেই হলে নিশ্চিত করেছেন দলটির একাধিক নেতা। যদিও আকাশ চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে আকাশ চৌধুরীর বিরুদ্ধে নগরের মুরাদপুরে সুন্নিদের কর্মসূচিতে হামলার অভিযোগ ছিল।

বুধবার হামলায় গুরুতর আহত তিনজন হলেন—সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সভাপতি রিপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস সিকু এবং অর্থ সম্পাদক সুদীপ্ত গুহ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চসিক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
'কিউকি সাস’ রিবুটে বড় চমক বরখা বিষ্ঠ Jul 16, 2025
img
এনসিপির ওপর হামলার ঘটনায় হেফাজতের নিন্দা Jul 16, 2025
img
১৯ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা Jul 16, 2025
img
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানালেন নাহিদ Jul 16, 2025
img
সাভারে গ্রেফতার যুবলীগ নেতা মুরগি হেলাল Jul 16, 2025
img
নিজেরা বিভেদ সৃষ্টি করলে চুপ থাকা ফ্যাসিস্ট আবার জেগে উঠবে: দুলু Jul 16, 2025
হতাশা দূর করার উপায় Jul 16, 2025
সাংবাদিকদের সাথে তর্কে জড়ালেন নীলা ইসরাফিল Jul 16, 2025
img
জোট ছাড়ল শাস পার্টি, সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহু সরকার Jul 16, 2025
বিশ্বকাপের আগে বেশি এক্সপেরিমেন্ট করতে চায় না, দলের পারফরম্যান্সে খুশি; নাজমুল আবেদীন Jul 16, 2025
গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেপ্তার করার আহ্বান মির্জা ফখরুলের Jul 16, 2025
গোপালগঞ্জের হামলার জবাব দ্বিগুণ গতিতে দেয়া হবে: নাহিদ Jul 16, 2025
নতুন বিতর্কে ট্রাম্প, বৈধ অভিবাসীদেরও তাড়াচ্ছে প্রশাসন! Jul 16, 2025
দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর ছাত্রলীগের হামলা, গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ Jul 16, 2025
img
তানজিদ তামিমের দুর্দান্ত ইনিংসে শ্রীলঙ্কাকে উড়িয়ে ‍সিরিজ জিতল টাইগাররা Jul 16, 2025
গোপালগঞ্জ ইস্যুতে যা বললেন রাশেদ Jul 16, 2025
রাজনৈতিক সংস্কৃতি ও ভিন্ন মত নিয়ে যা বললেন আমীর খসরু Jul 16, 2025
নোয়াখালীতে চোর গেলে যেন বুদ্ধি আসে; বর্ষায় ডুবে এলাকা Jul 16, 2025
মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যে মন্তব্য করলেন ফরহাদ মজহার Jul 16, 2025
img
বাংলাদেশে আমরা কখনো আওয়ামী বাকশালীদের রাজনীতি করতে দেব না : পিনাকী ভট্টাচার্য Jul 16, 2025