ভুয়া কাগজপত্র দেখিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় ইমিগ্রেশনে ধরা বিমানের কেবিন ক্রু

ভুয়া কাগজপত্র ব্যবহার করে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে ধরা পড়েছেন বাংলাদেশ বিমানের কেবিন ক্রু জেরিন তাসনিম অনিমা।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় তার এমিরেটস এয়ারলাইন্সের (ইকে ৫৮৭) একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে তার কাগজপত্র সন্দেহজনক মনে হলে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

বিমান কর্তৃপক্ষ ইমিগ্রেশনে গিয়ে যাচাই করে নিশ্চিত হন যে, অনিমার কাগজপত্র ভুয়া। এরপর তাকে ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হয়নি।

বিষয়টি জানাজানি হলে বিমানের অভ্যন্তরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। জেরিন তাসনিম অনিমার পিতা মো. আশরাফ আলী সরদার প্রিন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পার্সার হিসেবে কর্মরত আছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র এবিএম রওশন কবীর এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিমানের যেকোনও কর্মীকে বিদেশে যেতে হলে প্রয়োজন হয় এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট)। অনিমার যে এনওসি ছিল, তা বৈধ ছিল না। এছাড়া তিনি এক বছরের স্টাডি লিভের আবেদন করেছিলেন, যা গৃহীত হয়নি। তাই ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে যাত্রার অনুমতি দেয়নি।’

তিনি আরও বলেন, ‘ভুয়া কাগজপত্র ব্যবহার করে বিদেশ যাওয়ার চেষ্টা অবশ্যই চাকরিবিধি পরিপন্থী। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।’

অনুসন্ধানে জানা গেছে, অনিমার পিতা ফ্লাইট পার্সার হওয়ার সুবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে আসছিলেন। হজ মৌসুমে কেবিন ক্রুরা যখন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, তখন অনিমা ভুয়া চিকিৎসা সনদ দাখিল করে ছুটি নিয়েছিলেন। গত ১ মার্চ তিনি মেডিকেল ছুটি নেন, যা ১৪ দিন করে কয়েক ধাপে বাড়িয়ে শেষ পর্যন্ত ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়।

বিমান সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অনিমার হাতের প্লাস্টার ও এক্স-রে রিপোর্ট নিয়ে সন্দেহ ছিল। অভিযোগ রয়েছে, অন্য ব্যক্তির এক্স-রে রিপোর্ট ব্যবহার করে তিনি চিকিৎসা সনদ তৈরি করেন, যা বিমানের চিকিৎসক ডা. মাসুদের সহায়তায় দাখিল করা হয়। তার স্টাডি লিভের আবেদনও নিয়মবহির্ভূত ছিল, কারণ চাকরির বয়স তিন বছর না হলে এ ধরনের ছুটি মঞ্জুরযোগ্য নয়। অথচ তার চাকরির বয়স মাত্র দুই বছর।

তারা আরও জানান, অনিমার বাবা আশরাফ আলী সরদার তদবির করে স্টাডি লিভের অনুমোদন করানোর চেষ্টা করেন। মূলত, ভিসা প্রক্রিয়ায় যেন কোনো জটিলতা না হয়, সেজন্যই তিনি ভুয়া চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র তৈরি করেন। এপ্রিল মাসে তিনি যুক্তরাষ্ট্রের ভিসাও পান। পরবর্তীতে বিমানের প্রয়োজনীয় অনুমতি না নিয়েই তার বাবা ভুয়া কাগজপত্র তৈরি করে তাকে বিমানবন্দরে পৌঁছে দেন।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অনিমা মূলত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। অতীতে বিমানের কেবিন ক্রু, ইঞ্জিনিয়ার, ফ্লাইট ইঞ্জিনিয়ারসহ অনেকেই এভাবে বিদেশে গিয়ে আর দেশে ফেরেননি। বিমানের কোটি কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষণ নেওয়া এসব কর্মী দেশের জন্য কিছু না করেই বিদেশে মেধা বিক্রি করে আসছেন, যা রাষ্ট্রীয় ক্ষতির কারণ। কর্মকর্তারা দাবি করেন, এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কেউ পালানোর সাহস না পায়।

এ বিষয়ে জেরিন তাসনিম অনিমা ও তার বাবা আশরাফ আলী সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। 

আরএম 


Share this news on:

সর্বশেষ

img
এই ফলাফলে খুশি নই, হতাশাজনক: ক্যাবরেরা Nov 13, 2025
img
আরো ১৪ জেলায় নতুন ডিসি Nov 13, 2025
img
ভারত ম্যাচের আগে হামজাকে নিয়ে দুঃসংবাদ Nov 13, 2025
img
প্রশাসন নিশ্চুপ থাকলে পরিস্থিতি আরও জটিল হবে: গয়েশ্বর Nov 13, 2025
img

অ্যাটর্নি জেনারেল

ধর্ম যার যার উৎসব সবার, এই বিশ্বাস থেকে বিজয়া পুনর্মিলনীতে এসেছি Nov 13, 2025
img
'দর্শকের উন্মাদনাকে বাঁচিয়ে রাখার জন্য আমি প্রচুর স্বার্থত্যাগ করি' Nov 13, 2025
img
একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন জাতির সঙ্গে তামাশা: রেজাউল করীম Nov 13, 2025
img
হামজা উঠে যাওয়ায় সুবিধা হয়েছে : নেপাল কোচ Nov 13, 2025
img
চাঁদপুর-৫ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন মাহাবুব আলম Nov 13, 2025
img
শীত নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া দপ্তর Nov 13, 2025
img
আ.লীগ-যুবলীগের মধ্যে ঢুকে জামায়াতের লোকজন প্রাণ বাঁচিয়েছিল : হাফিজ ইব্রাহিম Nov 13, 2025
img
এনসিপি থেকে মনোনয়ন ফরম কিনলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইয়েদ জামিল Nov 13, 2025
img
তুরস্কের সুন্দরীকে বিয়ে করলেন 'থ্রি ইডিয়েটস' সিনেমার মিলিমিটার Nov 13, 2025
img
বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম Nov 13, 2025
টেস্টে নতুন মাইলফলক চার টপঅর্ডারের ফিফটি Nov 13, 2025
img
চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে ওসির হাতে তুলে দিয়ে বলা হলো, ‘আপনাকে গিফট দিলাম’ Nov 13, 2025
img
গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলিয়াকেও ফলো করতে দেন না রণবীর Nov 13, 2025
img
“যশ-খ্যাতি চিরস্থায়ী নয়”- দেবের আত্মদর্শন Nov 13, 2025
img
দেশের ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ Nov 13, 2025
img
মনোনয়নপত্র সংগ্রহ করার পর হাসনাতের বার্তা Nov 13, 2025