ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতা, যানজটের ভোগান্তি

ভারী বর্ষণে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ওই সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কোথাও হাঁটু পনি, কোথাও তার চেয়ে বেশি পানিতে তলিয়ে যায় মহাসড়ক। এতে যানবাহনগুলো ধীরগতিতে চলতে গিয়ে দেখা দেয় দীর্ঘ যানজট।

এছাড়াও নগরীর অনেক নীচু এলাকায় পানিতে তলিয়ে যায়। বাসা-বাড়ি ও দোকানপাটে পানি ঢুকে সৃষ্টি হয় সীমাহীন দুর্ভোগের।

শনিবার (৩১ মে) সকাল থেকে হালকা বৃষ্টি হলেও দুপুরে মুষলধারে বৃষ্টি হয় গাজীপুরে। প্রায় একঘণ্টার বৃষ্টিতে নগরীর নীচু এলাকায় পানি জমতে শুরু করে। ড্রেন না থাকায় চান্দনা, ভোগড়া এলাকার পানি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জমে। এতে তলিয়ে যায় মহাসড়ক।

পানির কারণে স্বাভাবিক গতিতে যানবাহন চলতে না পেরে সৃষ্টি হয় যানজট। সন্ধ্যা পর্যন্ত ওই মহাসড়কের ভোগড়া বাসস্ট্যান্ড থেকে চান্দনা চৌরাস্তা এবং ভোগড়া চৌরাস্তা থেকে নাওজোড় পর্যন্ত তীব্র যানজট চলছিল। যানজটের প্রভাবে নগরীর বোর্ডবাজার, টঙ্গীর হোসেন মার্কেট এলাকাতেও দেখা দেয় তীব্র যানজট।

স্থানীয়দের অভিযোগ পর্যাপ্ত ড্রেনের অভাব, বিআরটি প্রকল্পের ভুল নকশা এবং খাল ভরাটের কারণে এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

ভোগাড়ার ব্যবসায়ী আব্দুল বারেক মিয়া জানান, বিআরটিএ প্রকল্পের ভুল নকশা এবং কাজ সম্পন্ন না হওয়ার মাশুল দিতে হচ্ছে নগরবাসীসহ এই মহাসড়কের চলাচলকারীদের। নকশায় মহাসড়কের নীচ দিয়ে যে ড্রেন নির্মাণ করা হয়েছে, তা প্রয়োজনের তুলনায় খুবই সরু।

পানি ঠিকমত প্রবাহিত হয় না। চান্দনা ও ভোগড়া এলাকার লাখ লাখ ঘর-বাড়ির পানি ড্রেনে এসে পড়ে। এছাড়া অপরিকল্পিতভাবে বাসাবাড়ি, কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। তলিয়ে যায় গলি, সড়ক-মহাসড়ক।

গাজীপুর পরিবহন চালক ইব্রাহিম মিয়া বলেন, বিআরটি প্রকল্পে কাজ শেষ না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ রয়েছে।

এসব জায়গায় পানি জমে থাকায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারে না। ফলে ভোগান্তি বাড়ছে। বিশেষ করে শনিবারের ভোগান্তি ছিল মারত্মক। এক কিলোমিটার যেতেই দেড় -দুইঘণ্টা লেগেছে।

ভোগড়া এলাকার বাসিন্দা ও কারখানার শ্রমিক আশরাফ হোসেন জানান, বৃষ্টি বেশি হলে ঘরে পানি ঢোকে। সড়কও তলিয়ে যায়। বাধ্য হয়ে অনেক সময় ভিজে কারখানায় যাতায়ত করতে হয়। সিটি করপোরেশনের উচিত দ্রুত জলাবদ্ধতার নিরসনে পদক্ষেপ নেওয়া।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ জানান, ভোগড়া এলাকার পানি মোগরখাল দিয়ে প্রবাহিত হয়। দখল হওয়ার কারণে বৃষ্টির পানি নামতে সময় লাগছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ২৩ মে থেকে মোগরখাল উদ্ধার ও খনন করতে কাজ শুরু করেছে গাজীপুর সিটি করপোরেশন।

শুক্রবার ছুটির দিনেও কাজ তদারক করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। কাজ শেষ হলে জলাবদ্ধতা কমবে।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
শ্রীলঙ্কান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিমসটেক মহাসচিব Oct 14, 2025
img
হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান Oct 14, 2025
শহীদ মিনারে শিক্ষকদের ঢল, শুরু ‘মার্চ টু সচিবালয় Oct 14, 2025
আর অপেক্ষা নয়; সচিবালয়ের উদ্দেশ্যে বের হওয়ার ঘোষণা শিক্ষকদের Oct 14, 2025
আন্তর্জাতিক মঞ্চে মেলোনি-এরদোগানের প্রফুল্ল মুহূর্ত Oct 14, 2025
ছাত্রদলের এজিএস প্রার্থীকে স্বতন্ত্র এজিএস প্রার্থীর সমর্থন; যা বললেন এষা Oct 14, 2025
img
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে প্রাণ গেল মিয়ানমারের নাগরিকের Oct 14, 2025
img
মুক্তি পেল নাদিমের ‘একটি জোড়া হলুদ পাখী’ Oct 14, 2025
img
সরকার গঠন করবে বিএনপি, তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী: আলতাফ চৌধুরী Oct 14, 2025
img
অগ্নিদুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক Oct 14, 2025
img
মুজিব কোটের আধিপত্য শেষ, ফ্রি দিলেও মানুষ নেয় না : নুর Oct 14, 2025
img
চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক ভিপি প্রার্থী Oct 14, 2025
img
বাংলাদেশের বিদায়ের দিনে এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারতও Oct 14, 2025
img
‘তারা আমার চুল নাই করে দিয়েছে’, ছবি দেখে ক্ষেপলেন ট্রাম্প Oct 14, 2025
img
রাকসু নির্বাচনের ফল মেনে নেবে শিবির সমর্থিতরা Oct 14, 2025
img
‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করবে ৫০০ শিক্ষার্থী Oct 14, 2025
img
হাসিনাসহ ২৬১ আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Oct 14, 2025
img
নবির ব্যাটে রানের ঝড়, বড় সংগ্রহ আফগানদের Oct 14, 2025
img
অন্তর্বর্তী সরকারের সময়েই বিচার বিভাগের সচিবালয় হবে : আইন উপদেষ্টা Oct 14, 2025
img
নতুন বাংলাদেশ রাতারাতি গড়ে উঠবে না: নুরুল হক Oct 14, 2025