কুমিল্লার হাটে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সমাগম বেশি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে বেচাকেনা শুরু হয়েছে। প্রতিটি হাট পর্যাপ্ত দেশি জাতের কোরবানির পশুতে ভরে উঠেছে। তবে এসব হাটে ক্রেতাসমাগমের চেয়ে দর্শনার্থীদের সমাগম বেশি দেখা গেছে।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছেন, এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি উপযোগী পর্যাপ্ত গবাদিপশু মজুদ রয়েছে। চাহিদার চেয়ে পশুর মজুদ বেশি। সে হিসেবে এবার কোরবানির পশুর সংকট হওয়ার কথা নয়।

রোববার (১ জুন) উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী সাহেবাবাদ স্থায়ী পশুর হাট ঘুরে দেখা গেছে, দেশি জাতের কোরবানি উপযোগী ছোট, মাঝারি ও বড় গরু আর ছাগলে হাট ভরে উঠেছে। পশু বিক্রেতারা এই উপজেলাসহ এসেছেন আশপাশের উপজেলা ও দূরদূরান্ত থেকে। হাটে উঠেছে গৃহস্থ ও খামারের গরু। পিকআপ ভ্যান ও ট্রাকে করে পশু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। টুকটাক কেনাবেচাও চলছে। অধিকাংশ ক্রেতাই দাম জিজ্ঞেস করেই ছুটে যাচ্ছেন এক পশু থেকে অন্য পশুর কাছে। তবে উপস্থিত লোকসমাগমের বেশিরভাগই দর্শনার্থী। সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির পশু বেচাকেনা জমে উঠতে আরও কয়েকদিন সময় লাগবে।

হাটে কোরবানির পশু বিক্রি করতে এসেছেন মাঞ্জু মিয়া নামে এক গৃহস্থ। তার সাথে এসেছে তার দুই ছেলে। তারা দুটি ষাঁড় নিয়ে এসেছেন। তিনি বলেন, আজই প্রথম বাজারে তুলেছি গরু দুটি। অনেকেই বাজার ঘুরে ঘুরে গরু দেখছে, দাম জিজ্ঞেস করছে কেউ কেউ। তবে বাজারে প্রকৃত ক্রেতার সংখ্যা কম।

আমজাদ হোসেন নামে এক পশু ব্যবসায়ী বলেন, হাটে ৪টি গরু নিয়ে এসেছি। কোরবানির পশুর হাট সবেমাত্র শুরু হলো, এখনো আশানুরূপ ক্রেতা নেই। অনেকেই বাজার ঘুরে দেখতে এসেছে। কেউ কেউ দাম জিজ্ঞেস করছে, তবে বোঝা যাচ্ছে তারা আইডিয়া করার জন্যই দাম জিজ্ঞেস করছে। বেচাকেনা এখনো জমেনি, আরও কয়েকদিন পর বেচাকেনা জমে উঠবে আশা করছি।

আবুল হাশেম নামে এক ব্যবসায়ী বলেন, এখানে আসার আগে উপজেলার দুলালপুর বাজারে গরু নিয়ে গিয়েছিলাম। অনেকে দর জিজ্ঞেস করেছে, তবে একটিও বিক্রি করতে পারিনি। আশা করছি, আরও কয়েকদিন গেলে পুরোদমে কেনাবেচা শুরু হবে।

ওমর ফারুক নামে এক ক্রেতা বলেন, বাজার ঘুরে ১০-১২টা মাঝারি আকৃতির গরু দেখেছি। দামদরও করেছি। গরু ব্যবসায়ীরা এখন দাম বেশি চাচ্ছে। মনে হচ্ছে আরও কয়েকদিন গেলে কিনতে পারব।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, অন্য বারের তুলনায় এবার বাজারে কোরবানির পশু বেশি। বাজার জমেছে, তবে এখনো পুরোদমে বেচাকেনা শুরু হয়নি। দূরদূরান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতারা আসছে। ক্রেতারা কোরবানির পশু না কিনলেও বাজার ঘুরে দেখছে। কোনো কোনো ক্রেতা দামদরও করছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজমাল হাসান বলেন, এ বছর চাহিদার তুলনায় কোরবানির পশুর মজুদ বেশি রয়েছে। কোরবানির পশুর আকস্মিক চিকিৎসার প্রয়োজন হলে বা পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিটি হাটে আমাদের প্রতিনিধি রয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কে যানজট নিরসনে ও কোরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে নানা উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। কোরবানির পশুর হাটে জালনোট শনাক্তের মেশিন বসানো হয়েছে। এ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপজেলা প্রাণিসম্পদ অফিসের লোকজন পশুর হাটে অবস্থান করছে। উপজেলা প্রশাসন সার্বিক বিষয়ে তদারকি করছে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিশেষ অভিযানে মোহাম্মদপুর ও নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার ৩৭ Nov 08, 2025
img
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকদলের দুই নেতার Nov 08, 2025
img
শাটডাউনে হাজারো ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রে Nov 07, 2025
img
গণভোটের তারিখ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার Nov 07, 2025
img
জগন্নাথের ১৫ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি Nov 07, 2025
img
নিজেদের ভাবনার উপর নিয়ন্ত্রণ থাকা জরুরি: সন্দীপ্তা সেন Nov 07, 2025
পিতা মাতার প্রতি ছেলের কর্তব্য | ইসলামিক জ্ঞান | Nov 07, 2025
ফেলানি নিয়ে মুক্তি পেল জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার Nov 07, 2025
প্রস্তুত ইসি, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন Nov 07, 2025
আ.লীগ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বললেন ব্যারিস্টার ফুয়াদ Nov 07, 2025
img
শ্বাসনালীর সংক্রমণে মাঠের বাইরে পাথিরানা Nov 07, 2025
img
মুক্তি পেয়েছে জাতীয় নির্বাচন-২০২৬ এর দ্বিতীয় টিজার Nov 07, 2025
img
থালাপতি বিজয়ের ‘জানা নায়াগন’ ৯ জানুয়ারি বড় পর্দায় মুক্তি Nov 07, 2025
img
চট্টগ্রামে অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করল চসিক Nov 07, 2025
img
দল বাড়ছে নারী ওয়ানডে বিশ্বকাপে Nov 07, 2025
img
ডেটিং অ্যাপ ‘হিংজ’-এর মাধ্যমে দুয়াজির সঙ্গে পরিচয় হয় মামদানির Nov 07, 2025
img
বিএনপি নেতা রিজভীর পা ধরে সালাম করা সেই পুলিশ ক্লোজড Nov 07, 2025
img
সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল এক বৃদ্ধের Nov 07, 2025
img
ইয়ামাল ও ফোরনালসকে দলে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা স্পেনের Nov 07, 2025
img
রাজনৈতিক সংকট উত্তরণে সরকারকেই পদক্ষেপ নিতে হবে : সাইফুল হক Nov 07, 2025