চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও তার সহযোগীসহ গ্রেফতার ৪

ফরিদপুরের নগরকান্দায় চাঁদাবাজি ও হত্যার চেষ্টার অভিযোগে গোলাম হায়দার (৬০) নামে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে (মেজর) গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তার ঘনিষ্ঠ সহযোগী ফরহাদ হোসেনসহ (৪৫) আরো ৩ জনকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টার দিকে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২ জুন) রাত ৩টার দিকে নগরকান্দা উপজেলার কোদালিয়া-শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামে অবসরপ্রাপ্ত মেজর গোলাম হায়দারের নিজবাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

নগরকান্দা থানার এসআই মো. আমিরুল ইসলাম জানান, গতকাল সোমবার বিকেলে কোদালিয়া-শহীদনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রাজু মোল্যা বাদী হয়ে অবসরপ্রাপ্ত মেজর গোলাম হায়দার ও তার সহযোগী ফরহাদ খানের নামে চাঁদাবাজি ও হত্যার চেষ্টার একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত মেজর হায়দার এবং তার ঘনিষ্ঠ সহযোগী ফরহাদ হোসেনসহ চারজনকে গ্রেফতার করেন যৌথবাহিনী।

তিনি আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। আজ মঙ্গলবার সকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার বাদী কোদালিয়া-শহীদনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রাজু মোল্যা বলেন, ‘সম্প্রতি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন মেজর গোলাম হায়দার। চাঁদা দিতে রাজি না হওয়ায় গত ১ জুন তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। পরে থানায় লিখিত অভিযোগ করলে ওই রাতেই যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।’

স্থানীয়রা জানান, অভিযানের সময় মসজিদের মাইক ব্যবহার করে মেজরের বাড়িতে ডাকাত পড়েছে বলে গুজব রটান তার সহযোগী ফরহাদ হোসেন।

এতে আশপাশের এলাকা থেকে মানুষজন ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশ সাইরেন ও মাইকিংয়ের মাধ্যমে জানায় যে এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব, ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক হলে এলাকাবাসীর সহায়তায় ফরহাদসহ তিনজনকে প্রেফতার করা হয়। পরে মেজর হায়দারকেও নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

অপরদিকে গত শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নে ভবুকদিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষার উপর হামলাকে ঘিরে উত্তেজনার সময় স্থানীয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ চলাকালে উপস্থিত সেনাবাহিনী ও ছাত্রদের সঙ্গে উগ্র আচরণ ও অশোভন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন মেজর হায়দার।

সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে।

নাম প্রকাশ না করার শর্তে সালথা ও নগরকান্দা উপজেলার একাধিক সরকারি কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে নিজেকে সাবেক সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে উন্নয়ন প্রকল্পের তালিকা চাইতেন গোলাম হায়দার। কেউ তালিকা দিতে না চাইলে তার সঙ্গে অশোভন আচরণ করতেন ও ভয়ভীতি দেখাতেন।’       

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
৫৪ বছরে মানুষ বহু ধোকা খেয়েছে, এবার ধোকাবাজকে না বলুন: ডা. শফিকুর রহমান Nov 08, 2025
img
বৈষম্যবিরোধী আইন দেখতে চায় নাগরিক প্ল্যাটফর্ম: ড. দেবপ্রিয় Nov 08, 2025
img
‘কালমেগির’ পর ফিলিপাইনে এবার ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’ Nov 08, 2025
img
আবারও ভেস্তে গেল পাকিস্তান-আফগান শান্তি আলোচনা Nov 08, 2025
img
দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন আনুশকা শর্মা Nov 08, 2025
img
শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা : গণশিক্ষা উপদেষ্টা Nov 08, 2025
img
ডেনমার্কে অপ্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া Nov 08, 2025
img
রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার Nov 08, 2025
img
ক্রিস্তিয়ানো সর্বকালের সেরা নয়, তবে শীর্ষ ১০-এ আছেন: রোনালদো নাজারিও Nov 08, 2025
img
আরও ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির Nov 08, 2025
img
প্রয়াত গায়ক জুবিনের স্ত্রী হাসপাতালে ভর্তি Nov 08, 2025
img
আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪৫ Nov 08, 2025
img
বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন ২ সামরিক স্থাপনা Nov 08, 2025
img
বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা Nov 08, 2025
img
ইউএস শাটডাউন ও এআই বাবল উদ্বেগে বিশ্বজুড়ে শেয়ারবাজারের মিশ্র প্রবণতা Nov 08, 2025
img
সোলজার সিনেমায় শাকিব খানের আসল গোঁফ নিয়ে চমক! Nov 08, 2025
img
দুর্নীতি-দুঃশাসন মুক্তিতে কারও সাথে আপস করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান Nov 08, 2025
img
বয়সকে ছাড়িয়ে অ্যাশেজের লড়াইয়ে নামতে প্রস্তুত হ্যাজেলউড-লায়নরা Nov 08, 2025
img
মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা Nov 08, 2025
img
খাদ্যগ্রহণে সবচেয়ে এগিয়ে চট্টগ্রাম বিভাগের মানুষ Nov 08, 2025