বলিউডের ঝলমলে রাস্তায় যাত্রা শুরু হলেও, আসল উড়ানটা Mrunal Thakur পেয়েছেন টলিউডেই। আজকের দিনে দাঁড়িয়ে তিনি শুধুই একজন অভিনেত্রী নন—একটা নাম, একটা ব্র্যান্ড, একটা ডিজিটাল ফেনোমেনা! সিনেমা হোক বা না হোক, Mrunal কোথায় যাচ্ছেন, কী পরছেন, কী বলছেন—সবই নেটদুনিয়ার হট টপিক!
তার প্রতিটি ছবি, প্রতিটি স্টেটমেন্ট যেন একেকটা ভাইরাল ইনস্টেন্ট! সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন ধরিয়ে দেন তিনি। রেড কার্পেটের গ্ল্যামার হোক, সমুদ্রের ধারে ক্যাজুয়াল লুক, কিংবা উৎসবের ট্র্যাডিশনাল সাজ—Mrinal মানেই “ভিউ”র বন্যা।
আর এটা কোনো বানানো hype না। অনেকে বলতেই পারেন PR চালিত ফেম, কিন্তু যারা Mrunal–এর প্রতি ভালোবাসা অনুভব করেন, তারা জানেন—এই জনপ্রিয়তা একেবারে অর্গানিক! সাহসী, স্পষ্টভাষী আর আত্মবিশ্বাসী এই অভিনেত্রী নিজেই জানেন—"পপুলারিটি কখনো কেনা যায় না, সেটা অর্জন করতে হয়।"
টলিউডে ‘Sita Ramam’ দিয়েই ঝড় তুলেছিলেন Mrunal। সেই সিনেমায় রোম্যান্স আর আবেগের সংমিশ্রণে দর্শকরা এতটাই মুগ্ধ হয়েছিল যে, তার পর থেকেই একের পর এক দক্ষিণী প্রজেক্টে তাকে দেখা যাচ্ছে। ‘Hi Nanna’ সিনেমায় Nani–এর সঙ্গে তার জুটি হয়েছে সুপারহিট। তবে সব সময় যে ফুলপ্রুফ সাফল্য এসেছে তা নয়—‘Family Star’ নামক সিনেমা নিয়ে অনেক হাইপ তৈরি হলেও ফলাফল হতাশ করেছে। কিন্তু Mrunal–এর নামের আকর্ষণ এতটাই তীব্র যে, একটি মিসও তাকে থামাতে পারেনি।
এখন তার হাতে রয়েছে Adivi Sesh–এর সঙ্গে ‘Dacoit’ নামক একটি হাই-ভোল্টেজ রোমান্টিক অ্যাকশন সিনেমা। টলিপাড়ায় গুঞ্জন—Allu Arjun ও Atlee-এর পরবর্তী বিগ বাজেট প্রজেক্টেও Mrunal থাকছেন মুখ্য চরিত্রে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
Mrunal–এর এই দুর্দান্ত উপস্থিতি শুধু সিনেমার পর্দায় নয়, ব্র্যান্ড দুনিয়াতেও সমানভাবে ছড়াচ্ছে। লাইফস্টাইল, স্কিনকেয়ার, ফ্যাশন—সব ক্ষেত্রেই তিনি এখন ব্র্যান্ডগুলোর প্রথম পছন্দ। পারিশ্রমিকের দিক থেকেও তিনি এখন দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম হাই পেইড অভিনেত্রীদের মধ্যে একজন।
সব মিলিয়ে Mrunal Thakur এখন একদম নতুন এক জায়গায় পৌঁছেছেন—যেখানে তিনি শুধু একজন নায়িকা নন, বরং নিজেই এক “প্যান-ইন্ডিয়া স্টেটমেন্ট”! তার রিলেভেন্স, রিলেটেবিলিটি আর রিচ—এই তিনের অদ্ভুত সমীকরণেই তিনি পরিণত হয়েছেন ভাইরালের রানীতে।
বাংলা সিনেমার গানে যেমন বলা হয়—“তুমি আজ কার”—Mrinal Thakur–এর ক্ষেত্রে উত্তরটা একটাই, “তুমি আজ সবার!”
এসএন