বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক বলেছেন, ‘বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনামলে পরিকল্পিতভাবে মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকেও ধ্বংস করেছেন তারা।’
বুধবার (১১ জুন) দুপুরে বগুড়ার শেরপুর শহীদিয়া আলীয়া মাদরাসার সম্মেলনকক্ষে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. নুরুল হক বলেন, ‘মাদরাসা শিক্ষায় শিক্ষিত কোনো মানুষ দুর্নীতিতে জড়ায় না।
তারা দেশের টাকা লুটপাট করে না। তাই দেশ ও জাতির উন্নয়নে আল্লাহভীরু, সৎ ও যোগ্য মানুষের বিকল্প নেই।’
তিনি বলেন, ‘মাদরাসা শিক্ষার উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার খুবই আন্তরিক। তিনি মাদরাসা শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
মাদরাসা ও জেনারেল শিক্ষার মধ্যে কোনো বৈষম্য রাখা হবে না। সবার জন্য মানসম্মত আধুনিক সুশিক্ষা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর উন্নয়ন করা হবে। যেসব প্রতিষ্ঠানে অ্যাকাডেমিক ভবন নেই, সেখানে দ্রুত বহুতল ভবন নির্মাণ করে দেওয়া হবে বলেও জানান তিনি।
বগুড়া জেলা জমিয়াতুল মোদারের্ছীনের সভাপতি অধ্যক্ষ আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় শেরপুর শহীদিয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, আলতাদিঘী ফাজিল মাদরাসার সুপার রফিকুল ইসলাম, দড়িহাসড়া দাখিল মাদরাসার সুপার আবু জাফর, ফুলতলা দাখিল মাদরাসার সুপার আব্দুল বাছেদ, রাজারদিঘী দাখিল মাদরাসার সুপার মাওলানা ওমর ফারুক, বিরইল দাখিল মাদরাসার সুপার মাওলানা হায়দার আলী, ভবানীপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলার অর্ধশতাধিক মাদরাসা প্রধানসহ ইবতেদায়ী মাদরাসাগুলোর শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
টিকে/এসএন