পিসিবি সভাপতির অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জেসন গিলেস্পি

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির দায়িত্বও পালন করছেন মহসিন নাকভি। অর্থাৎ, দুটো দায়িত্বেই অনেক বেশি ব্যস্ততার মুখে পড়তে হয় তাকে। নাকভির বিরুদ্ধে এবার গুরুত্বপূর্ণ সভায় শারিরীকভাবে অনুপস্থিত থাকার অভিযোগ তুলেছেন সাবেক কোচ জেসন গিলেস্পি। এমনকি ২০ মিনিট দূরত্বের পথ পাড়ি দিয়েও তিনি আসেননি বলে অভিযোগ।

ক্রিকেটারদের সঙ্গে কোচ, নির্বাচক ও বোর্ড সভাপতির উপস্থিতিতে গুরুত্বপূর্ণ টিম-বিল্ডিং সেশন চালু করেন পাকিস্তানের তৎকালীন দুই কোচ। যাকে তারা নাম দেন ‘কানেকশন ক্যাম্প’ নামে। ওই সময় পাকিস্তানের সীমিত ফরম্যাটের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোচ ছিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেন। কানেকশন ক্যাম্পে উপস্থিত থাকতে তিনি দক্ষিণ আফ্রিকা এবং টেস্ট কোচ গিলেস্পি অস্ট্রেলিয়া থেকে উড়ে এলেও পিসিবি সভাপতিকে সশরীরে না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন।

‘দ্য হাওয়ি গেমস’ পডকাস্ট অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছেন জেসন গিলেস্পি। তিনি জানান, ‘গ্যারি (কার্স্টেন) কানেকশন ক্যাম্পের দারুণ একটি ধারণা চালু করেছিলেন। এখানে নিজেদের অভিজ্ঞতার কথা জানাতেন পাকিস্তান ক্রিকেটের সংশ্লিষ্টরা। এমন এক সভায় থাকতে আমি অস্ট্রেলিয়া থেকে আসি, গ্যারি আসেন দক্ষিণ আফ্রিকা থেকে। অথচ (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সেখানে যুক্ত হন জুমে (অনলাইন প্ল্যাটফর্ম)।’



গিলেস্পি বলেন, ‘তিনি (নাকভি) লাহোরেই ছিলেন, কিন্তু তবুও তিনি আসেননি। অথচ আফ্রিকা থেকে চলে আসতে হয়েছে গ্যারিকে। তখনই আমাদের মনে হয়েছিল, মাত্র ২০ মিনিট দূরত্বের পথ পাড়ি দিতে পারলেন না সভাপতি– এটি কিছুটা অস্বাভাবিকই বটে!’ পিসিবির আয়োজনে গত বছরের ২৩ সেপ্টেম্বর ওই সভা হয়েছিল। যার লক্ষ্য ছিল জাতীয় দলের অভ্যন্তরীন যোগাযোগ, সমন্বয় ও পারফরম্যান্সে উন্নতি করা। কানেকশন ক্যাম্পে উপস্থিত ছিলেন পাকিস্তানের ৮ তারকা– বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলি আগা, সৌদ শাকিল, শাদাব খান ও শান মাসুদ।

গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যায় পাকিস্তান। দুই দলের টেস্ট সিরিজ শুরুর আগেরদিনই হঠাৎ করে টেস্ট কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন গিলেস্পি। যার কারণ হিসেবে তিনি পিসিবিকে জানান, হাই-পারফরম্যান্স (এইচপি) দলের কোচ টিম নিলসনকে বরখাস্ত করার বিষয়টি এতে ভূমিকা রেখেছে। গিলেস্পি বলেন, ‘আমি এইচপি দলের কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়ে একেবারে কিছুই জানতাম না। গত কয়েক মাসে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আমি চিন্তিত ছিলাম, এরই মাঝে যখন নিলসনের বরখাস্তের বিষয় জানলাম, ওই সময় আমার অনুভূতি জাগে– “তারা আসলেই আমাকে চাকরি চালিয়ে যেতে দেবে কি না তা নিয়ে অনিশ্চয়তা আছে।”’

অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার গিলেস্পি আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭১টি টেস্ট ও ৯৭ ওয়ানডে খেলেছেন। পাকিস্তানের কোচ হওয়ার পর পিসিবির সঙ্গে তার যোগাযোগে ঘাটতি ছিল বলে আগেই জানিয়েছিলেন তিনি। এরই মাঝে ২০২৪ সালের অক্টোবরে নিজের মেয়াদের মাত্র ৬ মাসের মাথায় পদত্যাগ করেন পাকিস্তানের সাদা বলের কোচ কার্স্টেন। পিসিবি ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধ হওয়ায় এমন সিদ্ধান্ত বলে জানান সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। এরপর তার বদলে অন্তর্বর্তীকালের জন্য বাকি দুই ফরম্যাটেরও কোচ হন গিলেস্পি। তবে সেটিও স্থায়ী হয়নি, আচমকা দায়িত্ব ছাড়েন ডিসেম্বরে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত আগে ছিল হেলমেট বাহিনী, এখন তারাই টুপি লাগিয়ে হামলা করে: চৌদ্দগ্রাম বিএনপি Jun 18, 2025
img
নেতানিয়াহুর লক্ষ্য ট্রাম্পকে যুদ্ধে নামানো: মারওয়ান বিশারা Jun 18, 2025
img
মার্কিন দূতাবাসে জামায়াত নেতাদের উপস্থিতি, আলোচনায় নির্বাচনী ইস্যু Jun 18, 2025
img
তাপসের ঘনিষ্ঠ খোরশেদ গ্রেফতার Jun 18, 2025
img
ইরানে সরকার পতনের চেষ্টা অরাজকতা ডেকে আনবে: ম্যাক্রোঁ Jun 18, 2025
img
জুলাই গণঅভ্যুত্থানে মিথ্যা সুবিধা নিলে দুই বছর কারাদণ্ড Jun 18, 2025
img
ইরানে সেবা বন্ধ হতে পারে, আশঙ্কায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা Jun 18, 2025
img
চব্বিশ ঘণ্টায় ২৮টি শত্রু বিমান ভূপাতিতের দাবি ইরানের Jun 18, 2025
img
আজিমপুরে জনতার হাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক Jun 18, 2025
img
ইরান থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি ইসরায়েলের Jun 18, 2025
img
তেহরানে হামলায় আইনি বৈধতা নেই, বলছে মস্কো Jun 18, 2025
img
পুতিন-জিনপিংয়ের কূটনৈতিক বার্তায় ট্রাম্পের প্রভাব স্পষ্ট Jun 18, 2025
img
বিএনপি-সরকার দূরত্ব ঘুচেছে, আন্দোলন থেকে সরে যেতে হতে পারে ইশরাককে Jun 18, 2025
img
ইরানের বিরুদ্ধে সামরিক হামলা বিবেচনায় যুক্তরাষ্ট্র Jun 18, 2025
img
নতুন অভিযানের ঘোষণা দিল ইসরায়েল Jun 18, 2025
img
বাংলা বলায় বাংলাদেশে পুশ ইন, ক্ষোভের মুখে ৫ ভারতীয়কে ফিরিয়ে নিল ভারত Jun 18, 2025
img
খামেনিকে হত্যা আপাতত নয়, জানালেন ট্রাম্প Jun 18, 2025
img
মিরপুরে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৬ Jun 18, 2025
img
‘দিলওয়ালে ২’ না বানানোর পক্ষে কাজল Jun 18, 2025
img
ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলা Jun 18, 2025