নতুন প্রজন্মের তারকা জুটি খুঁজতে ব্যস্ত বলিউড। সেই তালিকায় সাম্প্রতিক সংযোজন আবহে আবির্ভূত হয়েছেন অভয় বর্মা ও রাশা থাড়ানি। সুরভ গুপ্তা পরিচালিত ‘লায়কা, লায়কি’ নামের একটি সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে চলেছেন এই দুই তরুণ অভিনয়শিল্পী।
ছবিটির প্লট এখনও গোপন রাখা হলেও নির্মাতারা বলছেন, এটি হতে চলেছে এক স্টাইলিশ, আবেগঘন এবং অ্যাকশনভিত্তিক আধুনিক সময়ের গল্প। ছবিটি মূলত তরুণ প্রজন্মকে লক্ষ্য করেই তৈরি হচ্ছে। যেখানে থাকবে অ্যাকশন ও ইমোশনের এক ঝলমলে মিশেল। ফলে ‘লায়কা, লায়কি’ অভয় ও রাশা—দুজনের জন্যই হতে পারে দারুণ একটি লঞ্চপ্যাড।
‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের মাধ্যমে অভয়ের নাম শোনা গেলেও জনপ্রিয়তা পান সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হরর-কমেডি ‘মুঞ্জা’ ছবির মাধ্যমে। Maddock Films-এর এই ছবিটি এখন JioHotstar-এ ট্রেন্ড করছে। এই সফলতার পর অভয় বলিউডে নিজের অবস্থান দৃঢ় করতে শুরু করেছেন। সামনে রয়েছে শাহরুখ খান ও সুহানা খানকে নিয়ে নির্মিত ‘কিং’ সিনেমা। এছাড়া শানায়া কাপুরের বিপরীতেও একটি রোমান্টিক ড্রামায় অভিনয় করতে চলেছেন তিনি, ছবিটি পরিচালনা করবেন শুজাত সৌদাগর।
অন্যদিকে রাশা থাড়ানি বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের মেয়ে। সম্প্রতি ‘আজাদ’ সিনেমায় আমান দেবগনের বিপরীতে তার বলিউড অভিষেক হয়েছে। ছবির আইটেম সং ‘উয়ি আম্মা’ ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে, আর সেখানেই তার স্ক্রিন প্রেজেন্স ও নাচের মুন্সিয়ানা নজর কেড়েছে দর্শকের।
‘লায়কা, লায়কি’-তে রাশা প্রবেশ করছেন অ্যাকশন ঘরানায়। বলিউড এখন নতুন মুখের সন্ধানে পরিচিত ঘরানার বাইরে গিয়ে ভাবতে শুরু করেছে। যেমন দেখা যাচ্ছে বিক্রান্ত মাসি–শানায়া কাপুরের ‘আঁখো কি গুসতাখিয়াঁ’ বা আহান পাণ্ডে–অনীত পাড্ডার ‘সাইয়ারা’-র মতো নতুন নতুন জুটিতে। তেমনি অভয় ও রাশা জুটিকেও পছন্দ করতে পারে জেন জি ও মিলেনিয়ালরা।
সব মিলিয়ে বলিউডের আগামী দিনের আলোচিত সিনেমা হতে পারে ‘লায়কা, লায়কি’। যদি গল্প ও অভিনয়ের ভারসাম্য ঠিকঠাক রাখতে পারে, তবে অভয়-রাশা জুটি হয়ে উঠতে পারে ২০২৫ সালের সবচেয়ে বড় ‘ইয়ুথ ব্রেকআউট সেনসেশন’।
এসএন