দুই ও পাঁচ টাকার নতুন নোট আসছে বুধবার

রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বুধবার দুই ও পাঁচ টাকা মূল্যমানের নতুন নোট ইস্যু করা হবে। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যসব অফিসে এ কার্যক্রম চলবে।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থসচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের নতুন কারেন্সি নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে। এছাড়া নোটের রঙ, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত একই মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।

প্রসঙ্গত, দেশে প্রচলিত আইন অনুযায়ী ১, ২ ও ৫ টাকার নোট সরকারি মুদ্রা। অপরদিকে ১০ থেকে ১০০০ হাজার টাকার নোট ব্যাংক মুদ্রা। সরকারি মুদ্রায় অর্থ সচিবের স্বাক্ষর থাকে, অপরদিকে ব্যাংক নোট বাংলাদেশ ব্যাংক গভর্নরের স্বাক্ষরে মুদ্রিত হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: