দুর্যোগে আগাম সতর্কতায় টেলিযোগাযোগ গুরুত্বপূর্ণ : বিটিআরসি চেয়ারম্যান

প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশের প্রেক্ষাপটে আগাম সতর্কবার্তা পৌঁছাতে টেলিযোগাযোগকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

তিনি বলেছেন, বাংলাদেশের মতো দেশে, যেখানে দুর্যোগ বারবার মানুষের জীবন-জীবিকা, নিরাপত্তা ও উন্নয়নকে হুমকির মুখে ফেলে, সেখানে নির্ভরযোগ্য, বাস্তবভিত্তিক ও সহজলভ্য টেলিযোগাযোগ ব্যবস্থা শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং জীবন রক্ষাকারীও হয়ে উঠতে পারে।"

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে দুই দিনব্যাপী ‘জাতীয় জরুরি টেলিযোগাযোগ পরিকল্পনা ও সবার জন্য আগাম সতর্কতা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার চারটি ধাপ— দুর্যোগ প্রশমন, প্রস্তুতি, প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার— এই প্রতিটি স্তরেই টেলিযোগাযোগের গুরুত্ব অপরিসীম। যথাসময়ে সঠিক তথ্য পৌঁছে দিতে পারলে জানমাল রক্ষা অনেকাংশে সম্ভব হয়ে ওঠে।

তিনি বলেন, বর্তমানে দেশের অধিকাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। জনসংখ্যার ঘনত্বের দিক থেকেও বাংলাদেশ একটি বড় চ্যালেঞ্জের দেশ। তাই সেল ব্রডকাস্ট প্রযুক্তি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সতর্কতা পৌঁছে দেওয়ার একটি তাৎক্ষণিক ও নির্ভরযোগ্য টুল হিসেবে কাজ করবে।

চেয়ারম্যান এমদাদ উল বারী আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুৎ বিভ্রাট, মোবাইল নেটওয়ার্ক ডাউন হয়ে যাওয়া কিংবা রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে ওঠার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় বিকল্প ব্যাকআপ ও টেকসই নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

অন্যদিকে, জাতিসংঘের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালায় বাংলাদেশের জন্য জাতীয় জরুরি টেলিযোগাযোগ পরিকল্পনা এবং সেল ব্রডকাস্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আগাম সতর্কবার্তা পৌঁছানোর কৌশল, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় অংশগ্রহণ করেন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ, রেডক্রিসেন্ট সোসাইটি, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি, এশিয়া উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংকসহ বিভিন্ন মোবাইল অপারেটর ও টেলিকম খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় মোকাবিলা পূর্বপ্রস্তুতিমূলক কর্মসূচির (সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম) পরিচালক আহমেদুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বক্তব্য দেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বিশ্ববাজারে সোনার দামে ফের রেকর্ড Oct 18, 2025
img
গুজরাটের মন্ত্রিসভায় জায়গা পেলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী Oct 18, 2025
img
ওয়েস্ট ইন্ডিজে ‘রশিদ-হাসারাঙ্গা’ না থাকায় স্বস্তিতে বাংলাদেশ Oct 18, 2025
img
অঙ্কনের সামর্থ্যে আস্থা রাখছেন প্রধান কোচ ফিল সিমন্স! Oct 18, 2025
img
জামায়াত ক্ষমতায় গেলে অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে: রফিকুল ইসলাম খান Oct 18, 2025
img
সেনা হেফাজতে থাকা তোফায়েল মোস্তফা সরোয়ার নিয়ে ভিন্ন তথ্য! Oct 18, 2025
img
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া Oct 18, 2025
img
ঐতিহাসিক যুদ্ধবিরতি’তে তুরস্কের অবদান রয়ে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী Oct 18, 2025
img
চীনে দুর্নীতির অভিযোগে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেলকে বরখাস্ত Oct 18, 2025
img
প্রতিহিংসার রাজনীতি নয়, প্রতিযোগিতার রাজনীতি করুন: জুয়েল Oct 17, 2025
img
শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে কারো না আসাটা ডিস্টার্বের অংশ: মির্জা আব্বাস Oct 17, 2025
img
তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় খাদ্য মজুতের ঘোষণা সুইডেনের Oct 17, 2025
img
শাকসু নির্বাচনের দাবিতে রঙ তুলিতে প্রতিবাদ শিক্ষার্থীদের Oct 17, 2025
img
আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব : হিরো আলম Oct 17, 2025
img
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল Oct 17, 2025
বাজারে শিক্ষার্থীদের সঙ্গে দেখা হলে মুখ লুকাতে হয় Oct 17, 2025
img
মার্টিন ওডেগোর ছিটকে যাওয়ায় আর্সেনাল শিবিরে বড় ধাক্কা Oct 17, 2025
img
মরক্কোয় জেন-জি বিক্ষোভে গ্রেপ্তার শিক্ষার্থীকে কারাদণ্ড Oct 17, 2025
img
অন্তর্বর্তী সরকার নিজেদের সেইফটি নিয়ে চিন্তিত: সারজিস Oct 17, 2025
img
পাকিস্তান-আফগানিস্তানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল Oct 17, 2025