নতুন হামলা চালাচ্ছে দুই দেশ

ইরান ও ইসরাইল শনিবার (২১ জুন) নতুন করে হামলা চালিয়েছে। হুমকির মুখে থাকা অবস্থায় পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা আলোচনা করবে না বলে জানানোর একদিন পর এই পাল্টাপাল্টি হামলা চালালো ইরান-ইসরাইল।

ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইল দেশের অন্যতম বৃহৎ ইসফাহান পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে কোনো বিপজ্জনক পদার্থের লিকেজ পাওয়া যায়নি।

ইরানি গণমাধ্যম আরও জানায়, ইসরাইল কোম শহরের একটি ভবনে হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এতে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত এবং দুইজন আহত হয়েছেন।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ইরানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং উৎক্ষেপণ অবকাঠামো স্থাপনার বিরুদ্ধে একের পর এক আক্রমণ শুরু করেছে।

জানা যায়, ইসরাইলে শুক্রবার ভোর ২ টা ৩০ মিনিটের কিছুক্ষণ পরে ইসরাইলি সামরিক বাহিনী ইরান থেকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে, যার ফলে তেল আবিবসহ মধ্য ইসরাইলের বিভিন্ন অংশ এবং ইসরাইলি-অধিকৃত পশ্চিম তীরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

এ সময় তেল আবিবের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার শব্দ শোনা যাচ্ছিল। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়ায় এলাকা জুড়ে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল।

ইসরাইলের জাতীয় জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছেন, দক্ষিণ ইসরাইলেরও সাইরেন বেজে ওঠে। ইরান পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানান একজন ইসরাইলি সামরিক কর্মকর্তা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির কথা জানানো হয়নি।

১৩ জুন ইসরাইল ইরানে আক্রমণ শুরু করে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে অভিযোগ করে এই হামলা চালায় ইসরাইল। ইসরাইলের এই অভিযোগ অস্বীকার করে তেল আবিবের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে প্রতিশোধ নেয় ইরান।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরান কয়েক সপ্তাহের মধ্যে, অথবা কয়েক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র অর্জন করতে সক্ষম হবে।

নিউ জার্সির মরিসটাউন বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এটা হতে দিতে পারি না।’

ট্রাম্প আরও দাবি করেন, তার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড ভুল বলেছেন যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কোন সুযোগ নেই। তবে তিনি শুক্রবার ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনার জন্য জেনেভায় পৌঁছেছেন যেখানে ইউরোপ কূটনীতিতে ফিরে যাওয়ার পথ তৈরির আশা করছে।

সূত্র: রয়টার্স

আরআর

Share this news on:

সর্বশেষ

img
মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের সময় ১১ জনকে আটক করেছে নৌবাহিনী Sep 16, 2025
img
চবিতে ‘হোস্টেল সংসদ’ নির্বাচনের ঘোষণা Sep 16, 2025
img
সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ Sep 16, 2025
img
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম Sep 16, 2025
img
দুই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা, খালি হাতে বিদায় নিল হংকং Sep 16, 2025
img
ভোজ্যতেল আমদানিতে ব্যয় বৃদ্ধি করল এনবিআর Sep 16, 2025
img
ইভ্যালি থেকে বেরিয়ে একই কৌশলে প্রতারণা, নারী গ্রেপ্তার Sep 16, 2025
img
এশিয়া কাপ জিতেনি বাংলাদেশ গুগোল করে নিশ্চিত হলেন ট্রট Sep 16, 2025
img
ড. ইউনূস ব্যর্থ হলে বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে : রাশেদ খান Sep 16, 2025
img
ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন Sep 16, 2025
img

মাসুদ সাঈদী

জনগণের ভালোবাসা অর্জন করুন, তাহলে নির্বাচন বর্জনের দরকার হবে না Sep 16, 2025
img
আরও ১ মাস বাড়লো ঐকমত্য কমিশনের মেয়াদ Sep 16, 2025
img
আগস্টে ৪৯ মামলায় জড়িত ৩১১ দুর্নীতিবাজ Sep 15, 2025
img
১৫ কেজির কোরাল মাছ বিক্রি ১৮ হাজারে Sep 15, 2025
img
শ্রীলঙ্কার সামনে হংকংয়ের ১৫০ রানের চ্যালেঞ্জ Sep 15, 2025
img
নিকুঞ্জে নাগরিক জাগরণ: হারানো শান্তি ফিরে পাওয়ার গল্প Sep 15, 2025
img
সুপার ফোরে খেলবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী কোচ Sep 15, 2025
img
ম্যাচের আগে বাংলাদেশের প্রশংসায় জনাথন ট্রট Sep 15, 2025
img
অসুস্থ অমিতাভকে ২০০ জন ৬০ ব্যাগ রক্ত দিয়েছিলেন Sep 15, 2025
img
অতিরিক্ত ৬ বছরের কারাভোগ শেষে ভারতে ফিরলেন রামাতা Sep 15, 2025