ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় উদ্বেগ তুরস্কের, নিন্দা নয় বরং মধ্যস্থতার প্রস্তাব এরদোয়ানের

যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার ঘটনায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের বেশিরভাগ মিত্র এবং আঞ্চলিক অনেক রাষ্ট্র তীব্র সমালোচনা করলেও, তুরস্ক এখনো সরাসরি এই হামলার নিন্দা জানায়নি। গত শনিবার রাতে এক টেলিভিশন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ওয়াশিংটন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ ক্ষমতা ধ্বংস করা।

ট্রাম্প বলেন, ‘এই হামলা সামরিক দিক থেকে অত্যন্ত সফল।

ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘তেহরানকে শান্তি স্থাপন করতে হবে, নইলে আরো বড় হামলার মুখোমুখি হতে হবে।’

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে সতর্ক করে জানায়, এই হামলা অঞ্চলের নিরাপত্তা পরিবেশকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। বিবৃতিতে বলা হয়, ‘ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাব্য পরিণতি নিয়ে তুরস্ক গভীরভাবে উদ্বিগ্ন।

চলমান এই ঘটনা আঞ্চলিক সংঘাতকে বিশ্বব্যাপী সংকটে রূপ দিতে পারে। আমরা চাই না এই বিপর্যয়কর পরিণতি বাস্তবে পরিণত হোক।’

এই বিবৃতির সুর আগের দিনের তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বক্তব্য থেকে ছিল অনেকটা ভিন্ন। তিনি তখন ইসরায়েলের চলমান হামলাগুলোকে ‘ডাকাতি’ বলে আখ্যায়িত করেছিলেন।

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টার বিরোধিতা করলেও, তুরস্ক বরাবর কূটনৈতিক সমাধানকে গুরুত্ব দিয়ে এসেছে। ২০১০ সালে তুরস্ক ও ব্রাজিল মিলে একটি পারমাণবিক জ্বালানি বিনিময় চুক্তির মধ্যস্থতাও করেছিল।

 নিরাপত্তা বিশ্লেষক মুরাত ইয়েসিলতাস বলেছেন, ‘ইরানের কথিত পারমাণবিক প্রতিরোধ নীতি, যেটিকে দেশটির নেতারা আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করেন, তা তুরস্কের কাছে একটি বিপজ্জনক দৃষ্টিভঙ্গি।’ তবে তুরস্কের এই অবস্থান ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার প্রতি কোনো সমর্থন নির্দেশ করে না। বরং তুরস্কের মতে, ইসরায়েল যে হামলাগুলো চালাচ্ছে, তা উসকানিমূলক এবং অপ্রয়োজনীয়।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে, ইসরায়েলের ১৩ জুন থেকে চালানো হামলায় ইরানে ৪৩০ জন নিহত এবং প্রায় ৩ হাজার ৫০০ জন আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, ইরানের পাল্টা হামলায় ২৫ জন ইসরায়েলি নিহত হয়েছে এবং শতাধিক আহত হয়েছে। এরদোয়ান এরইমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে ফোনে কথা বলে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেছেন। তিনি ইস্তানবুলকে সম্ভাব্য শান্তি আলোচনা স্থল হিসেবে প্রস্তাব করেছেন।

অ্যাক্সিওস-এর প্রতিবেদনের বরাতে তুরস্কের কর্মকর্তারা জানান, এরদোয়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফকে ইস্তানবুলে পাঠাতে ট্রাম্পকে রাজি করিয়েছেন, যেখানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির। এমনকি ট্রাম্প নিজেও আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

তবে শেষ পর্যন্ত আলোচনা অনুষ্ঠিত হয়নি, কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেননি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে বলা হয়, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংকটের একমাত্র সমাধান হচ্ছে সংলাপ। তুরস্ক গঠনমূলক অবদান রাখতে প্রস্তুত।’

নাটোর সদস্য হলেও তুরস্কের ভূরাজনৈতিক কৌশল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে উভয় পক্ষের সঙ্গে আলোচনায় প্রভাবশালী করে তোলে। এরদোয়ান সাধারণত এই ধরনের সংকটে একপাক্ষিক অবস্থান না নিয়ে মধ্যস্থতা ও উত্তেজনা প্রশমনেই আগ্রহী থাকেন।

সূত্র : মিডিলইস্ট আই

Share this news on:

সর্বশেষ

img
আফগানিস্তানের পক্ষে ‘বাজি’ ধরে বাংলাদেশকে পরামর্শ দিলেন শোয়েব মালিক Sep 16, 2025
img
মিমি-অঙ্কুশের পর এবার বেটিং বিপাকে সোনু সুদ Sep 16, 2025
img
নির্বাচনের পরও বিচার চালিয়ে নেওয়ার রোডম্যাপ চেয়েছেন নাহিদ ইসলাম Sep 16, 2025
img
অর্থহীনের প্রথম যুক্তরাষ্ট্র সফর, আসছে চমক Sep 16, 2025
img
কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি আসবে : সালাহউদ্দিন Sep 16, 2025
img
কাজল-টুইঙ্কলের সঞ্চালনায় দীর্ঘদিন পর জমবে বরুণ-আলিয়ার আড্ডা Sep 16, 2025
img
আর মাত্র ২৮ রানের অপেক্ষায় লিটন দাস! Sep 16, 2025
img
রাতারাতি ব্রেকআপ, করতে চেয়েছিলেন আত্মহত্যা! Sep 16, 2025
img
জাপার কাদের-শামীমের বিরুদ্ধে মামলার আবেদন ছাত্র অধিকার নেতার Sep 16, 2025
img
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি শুক্রবার, ২৫৬ কেন্দ্রে একযোগে হবে পরীক্ষা Sep 16, 2025
img
ফের বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম Sep 16, 2025
img
টানা ৮ দিন চীনা ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা Sep 16, 2025
img
‘আমি খুব কৃতজ্ঞ মানুষ, মিথ্যা কথা বলি না’ Sep 16, 2025
img
চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক Sep 16, 2025
img
ঠাকুরগাঁওয়ে এজলাস সংকট, ভোগান্তিতে বিচারপ্রার্থীরা Sep 16, 2025
img
তিন মামলা থেকে চসিক মেয়রকে অব্যাহতি Sep 16, 2025
img
ছাত্রলীগ এখন ছাত্রশিবির : দুলু Sep 16, 2025
img
বিজয় দেবরাকোন্ডার নতুন ছবিতে খলনায়ক হিসেবে থাকছে হলিউড তারকা Sep 16, 2025
img
ঢাবি বাগছাসের মুখ্য সংগঠক হাসিবের পদত্যাগ Sep 16, 2025
img
সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত : দুদু Sep 16, 2025