বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য ৯৭৬ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৯৭৬ কোটি ১১ লাখ ৫ হাজার টাকার বাজেট অনুমোদিত হয়েছে।

শনিবার (২৮ জুন) শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৭তম সভায় এই বাজেট অনুমোদিত হয়। সিন্ডিকেট সভায় বাজেট উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।

অধ্যাপক ডা. নাহরীন আখতার জানান, ২০২৪-২০২৫ অর্থ বছরে এই বাজেটের পরিমাণ ছিল ৮ শত কোটি ৯৮ লাখ ৩৫ হাজার টাকা।

এ বছর বাজেটের আকার বৃদ্ধি পেয়েছে ১৭৫ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা। বাজেটে ঘাটতির পরিমাণ ১২৭ কোটি ৮৭ লাখ টাকা।

২০২৫-২০২৬ অর্থবছরের জন্য গবেষণাখাতে ৩৭ কোটি ১০ লাখ এবং প্রশিক্ষণ খাতে ১ কোটি ১০ লাখসহ গবেষণা ও প্রশিক্ষণে ৩৮ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে চিকিৎসা ও শৈল্য খাতে (এমএসআর) ৮৭ কোটি টাকা।

ছাত্রছাত্রীদের জন্য মেধাবৃত্তি খাতে বরাদ্দ দেয়া হয়েছে ২১৭ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে পূর্ত সংরক্ষণে ৯ কোটি টাকা, পণ্য সেবার উপখাত সমূহে ২৫ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা, যন্ত্রাংশ (মূলধন) উপখাতে ৪০ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে ২৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া বেতন বাবদ ২ শত ৩৩ কোটি ২৬ লাখ ৩১ হাজার টাকা, ভাতাদি বাবদ ১ শত ৯০ কোটি ২৭ লাখ টাকা এবং পেনশন মঞ্জুরি খাতে ৪৫ কোটি ১৫ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাজেটে এ বছর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ হতে সম্ভাব্য প্রাপ্য বরাদ্দের পরিমাণ ৫ শত ৬৮ কোটি ৩৭ লাখ টাকা, শিক্ষা মন্ত্রণালয় (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) হতে ১ শত ৪৪ কোটি ৮৬ লাখ টাকা এবং নিজস্ব আয় ধরা হয়েছে ১ শত ৩৫ কোটি টাকা।

সিন্ডিকেট সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম জানান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষা এবং গবেষণা কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ৮১ জন শিক্ষক, ৫৪৯ জন ছাত্রছাত্রীকে গবেষণার জন্য গ্র্যান্ট প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বাজেট বাস্তবায়ন ও ক্রয় প্রক্রিয়া তরান্বিত করতে ৪৩৭ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। রোগীদের বিনামূল্যে ওষুধ দিতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে ১২ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া তথ্য ও প্রযুক্তিখাতে, ইনফেকশন কন্ট্রোল এবং বইপত্র ও সাময়িকী উপখাতে বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে।

সিন্ডিকেট সভায় এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এর সদস্য প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসা ও শিক্ষা) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান, পিএইচডি, স্বাস্থ্য অধিফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
৫০তম বিসিএস পরীক্ষা শুরু Jan 30, 2026
img
অক্ষয় নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ প্রযোজক শৈলেন্দ্রের Jan 30, 2026
img
চাঁদপুর-৩ আসনে ‘ধানের শীষ’ প্রার্থীকে গণঅধিকার পরিষদের সমর্থন Jan 30, 2026
img
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অভিবাসী আটক Jan 30, 2026
img
সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ Jan 30, 2026
img
নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় রেকর্ড সংখ্যক বিজিবি মোতায়েন Jan 30, 2026
img
দামী গাড়ি ছেড়ে এখন ট্যাক্সিতে উঠেছেন গোবিন্দ! Jan 30, 2026
img

পঞ্চগড়-১ আসন

পক্ষপাতের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দাবি Jan 30, 2026
img
রণবীর সরে যাওয়ার পর ‘ডন ৩’-এর হিরো কী তবে শাহরুখ? Jan 30, 2026
img
ফেনীতে জামায়াতের সমাবেশ শুরু, যোগ দেবেন ডা. শফিকুর রহমান Jan 30, 2026
img
চট্টগ্রাম বিভাগে শফিকুর রহমানের নির্বাচনী সফর শুরু আজ Jan 30, 2026
img
উয়েফা ইউরোপা লিগে প্রত্যাবর্তনের গল্প লিখে অ্যাস্টন ভিলার জয় Jan 30, 2026
img
নোয়াখালীতে ১১ দলীয় জোটের জনসভা আজ, যোগ দেবেন জামায়াত আমির Jan 30, 2026
img
পরেশ নন, ‘হেরা ফেরি ৩’ ছবির শুটিং শুরু না হওয়ার নেপথ্যে রয়েছে অন্য কারণ Jan 30, 2026
img
‘জীবনটা ১২ ঘণ্টার মধ্যে বদলে গেছে’ Jan 30, 2026
img
আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ Jan 30, 2026
img
আফতাবনগরে নাহিদ ইসলামের গণসংযোগ Jan 30, 2026
img
দেশে আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Jan 30, 2026
img
আপনাদের রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব, ব্যবসায়ীদের উদ্দেশে জামায়াত আমির Jan 30, 2026
img
আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান Jan 30, 2026