বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শুক্রবার নির্বাচনী জনসভায় যোগ দিতে নোয়াখালী আসছেন। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।
জামায়াত আমিরের সফর ও জনসভা ঘিরে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় জামায়াতে ইসলামীর পাশাপাশি ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।
এর আগে নোয়াখালীতে জামায়াত আমিরের আগমনকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টায় জেলা জামায়াতের উদ্যোগে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি জেলা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুধারাম মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।
নোয়াখালী জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী ইসহাক খন্দকার জানান, আজকের জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে তারা আশা করছেন। তিনি বলেন, জনসভা ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা নেই।
এমআই/এসএন