রামের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন রণবীর কাপুর। ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পুরুষত্বের ছবি শেষ করার একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় অভিনয় করার জন্য বিগত তিন বছর ধরে নিজেকে মনেপ্রাণে সঁপে দিয়েছিলেন অভিনেতা। বদল আনতে হয়েছিল বিলাসবহুল জীবনযাপনেও। নীতেশ তিওয়ারির ফ্রেমে রামের বেশে একের পর এক শট দিয়ে সেটের সকলকে চমকে দিয়েছেন।
এবার সেই চরিত্রকে বিদায়ের পালা! ‘রামায়ণ’-এর প্রথম পর্বের শুটিং শেষ। আর সেই অন্তিম লগ্নেই বিদায়ী বক্তৃতা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন রণবীর কাপুর।
সোমবার রাতে ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর শুটিং শেষ করেছেন পরিচালক নীতেশ। সেই প্রেক্ষিতেই ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ রণবীর কাপুরের পাশাপাশি সেটে উপস্থিত ছিলেন ‘সীতা’ সাই পল্লবী, ‘লক্ষ্মণ’ রবি দুবে-সহ টিমের অন্যান্য সদস্যরা। আর সেখানেই মাইক হাতে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে বক্তৃতা শুরু করতেই গলা ধরে এল অভিনেতার।
কয়েকটা কথা বলার পরই রণবীরকে বলতে শোনা যায়, “এইসময়ে বক্তৃতা দেওয়া বড় কঠিন। একটা অনেক বড় কাজ শেষ করলাম।” সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ইতিমধ্যেই সেট থেকে ফাঁস হয়ে নেটপাড়ায় ভাইরাল। আরেকটি ভিডিওতে দেখা গেল, পর্দার ভাই ‘লক্ষ্মণ’কে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন রণবীর কাপুর।
প্রসঙ্গত, ‘রামায়ণ’-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনি করেছেন বিগত তিন বছর ধরে। ‘রামের সুমতি’তে ত্যাগ করেছে মদ্যপান থেকে মাংস ভক্ষণও। রঘুনন্দন বেশে তাঁকে কেমন দেখাবে? সেই কৌতূহল বরাবর বিরাজ করেছে দর্শক-অনুরাগীদের মনে। রণবীর, সাই পল্লবীকে রাম-সীতা লুকে দেখার অপেক্ষায় ভক্তদের যে চাতক পাখির দশা হয়েছে, তা বললেও অত্যুক্তি হয় না। এবার অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে ৩ জুলাই।
বলিউড মাধ্যম সূত্রে খবর, এদিনই মুক্তি পাবে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর পয়লা ঝলক। একে নীতিশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে কাস্টিংয়ে একটা বড় চমক অপেক্ষা করছে। উপরন্তু দুরন্ত ভিএফএক্স। এই সিনেমা যে রণবীর কাপুরের ফিল্মি কেরিয়ারে এক অন্যতম ম্যাগনাম অপাস হতে চলেছে, তা হলফ করে বলা যায়।
কেএন/টিকে