সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, পুরো অর্থনীতিই এখন মব এবং মামলার বাণিজ্যের মধ্যে ঢুকে গেছে। বাংলাদেশের বড় বড় শিল্প গ্রুপ বছরে যত টাকা লেনদেন করে, তার চেয়ে বেশি লেনদেন ১০ মাসে হয়েছে মব এবং মামলা বাণিজ্যের মাধ্যমে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে তিনি এমন কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোনো সৌভাগ্যের জন্য আমরা বিশ্ব মিডিয়াতে স্থান পাইনি।
কিন্তু ঝড়-বৃষ্টি-বন্যা, দুর্ভিক্ষ, দুর্নীতি-অনিয়ম, স্বৈরাচার-সামরিক শাসন, নানা রকম কুকীর্তি, টাকা পাচার আর দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় আমরা বিশ্ব মিডিয়ার শিরোনাম হয়েছি বহুবার। এখন বাংলাদেশের মব সন্ত্রাস নানা উপাধিতে বিশ্ব মিডিয়ার শিরোনাম।
তিনি বলেন, এখন একটা ইন্ডাস্ট্রি করতে কত কষ্ট করে জমি কিনে বিল্ডিং করে ব্যাংকের পেছনে দৌড়াদৌড়ি করতে হয়। কাস্টমস, পোর্ট কর্মকর্তাদের পেছনে ঘুরতে হয়, আয়কর কর্মকর্তাদের ঘুষ দিতে হয়।
নানা রকম ঝক্কি-ঝামেলা। সেখানে এই মব এবং মামলাবাণিজ্য করতে তেমন কিছু দরকার নেই। শুধু একটু বুদ্ধি আর কৌশল, যেটা এই জমানায় আবিষ্কৃত হয়েছে।
সাবেক এই সংসদ সদস্য বলেন, ব্যবসা-বাণিজ্য বাদ দিয়ে সবাই এখন মব আর মামলাবাণিজ্যের দিকে মনোযোগ নিবিষ্ট করছেন।
তারা চিন্তা করছেন, শেখ হাসিনাকে আসামি করে ৪০০ থেকে ৫০০ মানুষকে সেই মামলায় অন্তর্ভুক্ত করে যদি ১০০ জন কোটিপতিকে আটকানো যায় আর একেকজনের কাছ থেকে এক কোটি, দেড় কোটি টাকা নেওয়া যায়, তবে ইনস্ট্যান্টলি ১০০ কোটি টাকা। আবার মব সৃষ্টি করে যদি বড় একটা গ্রুপ অব কম্পানির ডিরেক্টরশিপ নেওয়া যায়, তবে এর চেয়ে বেশি লাভ আছে?
টিকে/