ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী সুস্মিতা রায়। একটা সময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। একাধিক জনপ্রিয় সিরিয়ালে সুস্মিতাকে দেখা গেছে অভিনয় করতে।
কিন্তু এখন ছোট পর্দা থেকে দূরে নিয়ে গিয়ে নিজস্ব ব্যবসায় মন দিয়েছেন অভিনেত্রী। অবশ্য তিনি আরও একটি কারণে বেশ জনপ্রিয়। তা হলো অভিনেতা ও ইউটিউবার সায়ক চক্রবর্তীর দাদার স্ত্রী সুস্মিতা, যাকে সবাই কূটনী বৌদি নামেই চেনেন।
সেই সুস্মিতার সঙ্গে সায়কের দাদার বিয়ে ভাঙতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেরাই জানিয়েছেন তারা। বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা ও সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তীর সংসার ভাঙার খবর শোনা যাচ্ছিল। যদিও এই নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। তবে মাসের শুরুতেই সুস্মিতার জন্মদিনে তার স্বামী সব্যসাচী সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে গিয়ে আসল কথাটা লিখেই ফেলেন।
সব্যসাচী লেখেন, জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু তরফে মিলল না, মন খারাপ দু তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক। সব্যসাচীর এই পোস্ট শেয়ার করে সুস্মিতা লেখেন, এটা দুজনের সিদ্ধান্ত। আমরা দুজনকে সম্মান করি। দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করতে অনুরোধ করছি। এটাই জন্মদিনে আপনাদের কাছে আমার চাওয়া। আশীর্বাদ করুন পরবর্তী অধ্যায়ে আমরা আমাদের মতো করে যেন ভাল থাকতে পারি।
প্রসঙ্গত, ২০১৮ সালে বিয়ে করেন সুস্মিতা ও সব্যসাচী। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই তারা সামাজিক বিয়ে সেরেছিলেন।
অতীতে সুস্মিতা ও সব্যসাচীর জীবনেও ঘটে গেছে বড় ঘটনা। চিকিৎসকের ভুলে প্রথম সন্তানকে হারাতে হয়েছিল তাদের। তবে এতকিছুর পরও সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছিলেন, তিনি ভীষণভাবে মা হতে চান।
বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা ও সব্যসাচীকে একসঙ্গে দেখা যাচ্ছিল না। এমনকী সায়কের ডেইলি ভ্লগেও দেখা মেলেনি তার প্রিয় কূটনী বৌদির। সবকিছুর কারণ স্পষ্ট হলো বিচ্ছেদের মধ্যে দিয়ে।
ইউটি/টিকে