টলিউডে একের পর এক বিচ্ছেদের খবর। বিয়ের তিন বছরের মধ্যেই এবার বিচ্ছেদের সিদ্ধান্ত জানালেন ছোট পর্দার জনপ্রিয় জুটি দীপশ্বেতা মিত্র ও কৌশিক দাস। সমাজ মাধ্যমে নিজেই এই খবর দিলেন অভিনেত্রী।
জি বাংলার 'আলোছায়া' ধারাবাহিক থেকে প্রেম শুরু হয় দীপশ্বেতা ও কৌশিকের। এরপর সারা জীবন একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন তাঁরা। ২০২২ সালে ধুমধাম করে বিয়ে হয় জুটির। কাজের ব্যস্ততার মাঝেই দু'জনে চুটিয়ে সংসার করছিলেন। তবে আচমকাই আলাদা হচ্ছে তাঁদের পথ।
বেশ কিছুদিন ধরেই একসঙ্গে দেখা যাচ্ছিল না এই যুগলকে। সমাজ মাধ্যমেও পোস্ট করেননি ছবি। বর্তমানে শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন দু'জনেই। তবে এর মধ্যে যে এতটা দূরত্ব বেড়ে গেছে তা আন্দাজ করতে পারেননি কেউই। দীপশ্বেতা লিখেছেন, 'সকলকে জানাতে চাই আমি এবং কৌশিক দু'জনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আর একসঙ্গে নেই, যদিও আমরা দু'জনেই এই বিয়েকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম, তবে যেমনটা আশা করেছিলাম তা হয়নি। আমরা দু'জনেই সম্মানের সঙ্গে পুরনো সব স্মৃতি মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে অনুরোধ করছি এই বিষয়টি বুঝেই সকলে যেন আমাদের একটু সময় দেন, ভুল ভাবনার কোনও প্রয়োজন নেই। যেহেতু আমরা আলাদাভাবে নিজেদের শুরু করছি তাই ভবিষ্যতে সকলের ভালবাসা এবং শুভেচ্ছা চাই।'
এই মুহূর্তে সান বাংলার ভিডিও 'বৌমা' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপশ্বেতা৷ কিছুদিন আগেই আকাশ আট চ্যানেলের 'প্রথম কদম ফুল' এবং স্টার জলসার 'রোশনাই' ধারাবাহিকে দর্শকেরা দেখেছেন কৌশিককে। পথচলা আলাদা হলেও একে অপরকে সম্মান করে এই সিদ্ধান্ত নিয়েছেন দু'জনে।
পিএ/টিএ