২০২৫ সালের অর্ধেক পথ পেরিয়ে এসেছে টেলুগু চলচ্চিত্রশিল্প। আর এই সময়টাকে যদি এক কথায় ব্যাখ্যা করতে হয়, সেটা হবে গড়পড়তা। এমনকি বলা যায়, উচ্চ প্রত্যাশার নিচে চাপা পড়েছে বছরের প্রথমভাগ। বড় কোনও দাগ কাটার মতো ছবি নেই, যেটা নিয়ে গর্ব করতে পারে ইন্ডাস্ট্রি। একাধিক ছবি মুক্তি পেয়েছে ঠিকই, কিছু হিট হয়েছে, তবে সেই আগুন নেই, যা সিনেমা হলে দর্শকদের টানতে পারে।
জানুয়ারি থেকে জুন, সর্বোচ্চ আলোচনায় থাকা ছবিগুলো হল ডাকু মহারাজ, থান্ডেল, এমএডি স্কয়ার, হিট ৩, কুবেরা ও কান্নাপ্পা। তবে এপ্রিল মাস যেন একেবারেই স্তব্ধ। তারকার অভাবে প্রেক্ষাগৃহে জমজমাট ভাব ছিল না বললেই চলে।
তবে হতাশার মাঝেই দেখা দিয়েছে আশার আলো। বছরের দ্বিতীয়ভাগ যেন অপেক্ষা করছে বিস্ফোরণের জন্য। কারণ, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মুক্তির তালিকায় রয়েছে একাধিক বড় বাজেটের, তারকাসমৃদ্ধ চলচ্চিত্র।
চার জুলাই মুক্তি পাবে থাম্মুদু, আর চব্বিশ জুলাই আসবে হরি হরা বীরা মল্লু। আগস্ট মাসে একসঙ্গে মুখোমুখি হবে ওয়ার ২ ও কুলি ১৪ আগস্টে। মাসের শেষে রয়েছে ম্যাস যাত্রা। সেপ্টেম্বর মাসে আসছে মিরাই, ওজি, ও অখণ্ড ২, পাশাপাশি অপেক্ষায় রয়েছে বিশ্বম্ভারা।
আর বছরের সবচেয়ে বড় চমক হতে পারে ডিসেম্বর মাসে প্রভাস অভিনীত দ্য রাজা সাব, যা মুক্তি পাবে পাঁচ ডিসেম্বর।
সুতরাং বলা যায়, বছরের দ্বিতীয়ভাগ একেবারে তারকাদের দখলে—প্রভাস, পবন কল্যাণ, জুনিয়র এনটিআর, বালকৃষ্ণ, রবি তেজা—এরা সবাই বড় পর্দায় হাজির হচ্ছেন নতুন নতুন ছবিতে। প্রত্যাশা, এই ছবিগুলোর মধ্যে অন্তত কয়েকটি ঠিকভাবে দর্শকদের মনে জায়গা করে নিলে, বছরের প্রথমভাগের হতাশা কাটিয়ে উঠতে পারবে শিল্প।
২০২৫ শুরু হয়েছে ধীর গতিতে। তবে শেষটা কী হবে রোমাঞ্চকর, উত্তাল এক যাত্রা? এখন পুরো চলচ্চিত্রশিল্প তাকিয়ে সেই উত্তরের দিকেই।
এসএন