একটা ছবিতে যদি হাসির গোলাবর্ষণ হয়, তা-ও আবার থিয়েটারে, তাহলে দর্শক ফেরে—সেটাই ফের একবার প্রমাণ করে দিল ‘হাউসফুল ৫’। কমেডির এই ম্যারাথন থ্রিলার চার সপ্তাহেই পৌঁছে গেছে ২০০ কোটির গণ্ডি পেরিয়ে, আর বিশ্বজুড়ে আয় ছুঁয়েছে ৩০০ কোটিরও বেশি। ২০২৫ সালের অন্যতম সফল ও জনপ্রিয় এন্টারটেইনার হয়ে উঠেছে ছবিটি।
প্রথম সপ্তাহেই প্রায় ১৩৩ কোটির আয় করে তাক লাগিয়ে দিয়েছিল ‘হাউসফুল ৫’। দ্বিতীয় সপ্তাহে আয় খানিকটা কমলেও থেমে যায়নি তার গতিপথ। তৃতীয় ও চতুর্থ সপ্তাহেও ছবিটি আয় করেছে ধারাবাহিকভাবে। চতুর্থ সপ্তাহের সোম পর্যন্ত আয় ৬.৮৫ কোটি, যার মধ্যে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিনই লক্ষণীয় সাড়া পেয়েছে।
এই ছবির বিশেষ আকর্ষণ ছিল, এক নয়—দু’টি আলাদা ভার্সন! প্রযোজক সাজিদ নাড়িওয়ালা চমক হিসেবে নিয়ে এসেছেন ‘হাউসফুল ৫এ’ ও ‘৫বি’ নামে দুটি ভার্সন, যেখানে গল্প ও চিত্রনাট্যে রয়েছে ভিন্নতা। এই গেমপ্ল্যানেই দর্শকের কৌতূহল কয়েকগুণ বেড়ে গেছে। আর সেই কৌতূহলকে রীতিমতো রুপালি আয়ের মালায় বাঁধতে পেরেছেন নির্মাতারা।
পরিচালনায় তারুণ মানসুখানি আর গল্পে সাজিদের নিজস্ব ছাপ—সব মিলিয়ে এক বিশাল মাপের প্রযোজনা। ১৮ জনেরও বেশি তারকা, একের পর এক কমিক মুহূর্ত আর চেনা ফ্র্যাঞ্চাইজির ফ্লেভার—সবই মিলেমিশে ‘হাউসফুল ৫’-কে বানিয়েছে নিখাদ থিয়েটার-ফ্রেন্ডলি ছবি।
সবচেয়ে বড় কথা, অক্ষয় কুমারের উপস্থিতি। তাঁর স্টার পাওয়ার, অনায়াস কমিক টাইমিং আর পর্দায় উপস্থিতিই ছবিকে ভরসা দিয়েছে। দর্শক জানে, অক্ষয় মানেই ‘হাউসফুল’—এবং এবারের কিস্তিতেও তিনি সেই প্রত্যাশা পূরণ করেছেন।
২০২৫-এর প্রথমার্ধের হতাশার মাঝে, এই ছবিটি যেন এক ঝলক রোদ। ফের প্রমাণ হয়ে গেল—যতই ওটিটির দাপট বাড়ুক, থিয়েটারে গিয়ে বড় ক্যানভাসে নির্মিত নিখাদ বিনোদন দেখতে দর্শক এখনও তৈরি।
‘হাউসফুল ৫’ সেই বিনোদনকে ফিরিয়ে দিল—প্রাণ খুলে হাসার রসদ নিয়ে।
এসএন