ফিফা বিশ্বকাপ-২০২৬ শুরু হতে বাকি আর এক বছর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। বিশ্বকাপকে সামনে রেখে সব দলই প্রকাশ করে তাদের নতুন জার্সি। তবে এবার বহু আগেই সামনে চলে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হোম জার্সির নতুন রূপ।
নতুন এই জার্সির প্রথম ঝলক প্রকাশ করেছে ফুটবল জার্সি সংক্রান্ত বিশ্বস্ত ওয়েবসাইট ফুটি হেডলাইনস। এর আগেও বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের জার্সি আগেভাগেই ফাঁস করে দিয়েছিল জনপ্রিয় এই ওয়েবসাইটটি।
ফাঁস হওয়া ডিজাইন অনুযায়ী, অ্যাডিডাস আর্জেন্টিনার ঐতিহ্যবাহী সাদা-আকাশি নীল লম্বালম্বি স্ট্রাইপের ধারা বজায় রেখেছে। তবে এবার যোগ হয়েছে আধুনিকতার ছোঁয়া—প্রতিটি নীল স্ট্রাইপে ব্যবহার করা হয়েছে গ্রেডিয়েন্ট শেডিং।
হালকা থেকে গাঢ় নীল রঙে পরিবর্তন এনে জার্সির নকশায় আনা হয়েছে নতুনত্ব ও আকর্ষণ।
জানা গেছে, এই জার্সির অনুপ্রেরণা নেওয়া হয়েছে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপজয়ী কিট ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের ডিজাইন থেকে। ঐতিহাসিক সেসব জার্সির গঠন ও নকশা আধুনিক রূপে তুলে ধরতেই অ্যাডিডাসের এই নতুন প্রয়াস।
জার্সির কাঁধে রয়েছে অ্যাডিডাসের চেনা তিন স্ট্রাইপ, আর হাতার প্রান্তে গাঢ় নীল রঙ।
২০২২ বিশ্বকাপের জার্সিতে যেখানে কালো রঙের স্ট্রাইপ ও হাতার প্রান্ত দেখা গিয়েছিল, এবার সেখানে যুক্ত হয়েছে নীল রঙের ছোঁয়া।
তবে গ্রেডিয়েন্ট স্ট্রাইপ আর্জেন্টিনার জার্সিতে নতুন নয়। ২০১৪ সালের জার্সিতে ওপরের অংশে ছিল গাঢ় আকাশি রঙ, যা নিচের দিকে হালকা হয়ে আসত। এমন শেডিং ২০১৮ সালের কিটেও দেখা গেছে, তবে তুলনামূলকভাবে ছিল আরো সূক্ষ্ম।
বিশ্বচ্যাম্পিয়নদের জন্য তৈরি এই জার্সিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে পারে আসছে অক্টোবরের শেষ দিকে।
আর নভেম্বরে বাজারে চলে আসার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, আগের বিশ্বকাপে (২০২২) জার্সিটি উন্মোচন করা হয়েছিল টুর্নামেন্টের প্রায় পাঁচ মাস আগে।
পিএ/এসএন