নাট্যশিল্পে প্রতিনিয়তই যোগ দিচ্ছেন নতুন মুখ। তবে সবার মধ্যে থেকেও কিছু অভিনয়শিল্পী আলাদা হয়ে ওঠেন দর্শক চাহিদা, ইউটিউব ট্রেন্ডিং কিংবা উৎসবকেন্দ্রিক নাটকে উপস্থিতির মাধ্যমে। সাম্প্রতিক সময়ে টিভি ও ইউটিউব নাটকে এমনই কিছু নাম বারবার উঠে আসছে। জান্নাতুল সুমাইয়া হিমি, তানিয়া বৃষ্টি, তানজিম সাইয়ারা তটিনী, কেয়া পায়েল, সাদিয়া আয়মান ও নাজনীন নাহার নিহা। এই ছয়জনই নাটকের বর্তমান প্রজন্মে অভিনয়ের ধারাবাহিকতা ও জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে।
বর্তমানে অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের একজন জান্নাতুল সুমাইয়া হিমি। ঈদে তার অভিনীত একাধিক নাটক ছিল ইউটিউব ট্রেন্ডিংয়ে। ভিউয়ের দিক দিয়েও এগিয়ে থাকায় নাট্যনির্মাতাদের প্রথম পছন্দ হয়ে উঠেছেন তিনি। হিমি নিজেই বলেন, ‘দর্শকের ভালোবাসা আছে বলেই এত কাজ করে যাচ্ছেন তিনি’।
টিভি ও ইউটিউব নাটকে সমানভাবে জনপ্রিয় তানিয়া বৃষ্টিও। মোশাররফ করিমের সঙ্গে প্রায় ৫০টিরও বেশি নাটকে কাজ করে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন তিনি। অভিনয়কে তিনি শুধু ভালোবাসাই নয়, বরং দায়িত্ব বলেও মনে করেন।
এদিকে তানজিম সাইয়ারা তটিনীর নাটক নিয়মিত ইউটিউব ট্রেন্ডে থাকে। বিশেষ করে ঈদ কেন্দ্রিক নাটকে তার উপস্থিতি উল্লেখযোগ্য। শুটিংয়ের পর সাময়িক ছুটিতে থাকলেও দর্শকের ভালোবাসাই তাকে আবার ক্যামেরার সামনে ফিরিয়ে আনে। অন্যদিকে কেয়া পায়েল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে নাটকেই বেশি সক্রিয়। বিজ্ঞাপন ও উৎসব উপলক্ষে বিভিন্ন নাটকেও তার কাজের পরিমাণ চোখে পড়ার মতো।
নাটক, সিনেমা ও ওটিটিসহ সব মাধ্যমেই কাজ করছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তার প্রথম চলচ্চিত্র ‘কাজলরেখা’ ও সাম্প্রতিক ঈদের সিনেমা ‘উৎসব’ তাকে দিয়েছে নতুন মাত্রা। পাশাপাশি অল্প সময়েই জিয়াউল ফারুক অপূর্ব’র মতো তারকার বিপরীতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন নাজনীন নাহার নিহা । গল্প ও চরিত্রে ভিন্নতা আলাদা করে তুলেছে তার কাজকে।
এই ছয় অভিনেত্রীর নিয়মিত উপস্থিতি, পরিণত অভিনয় ও দর্শক চাহিদা প্রমাণ করে, তারা শুধুই ট্রেন্ডের অংশ নন, বরং আগামী নাট্যশিল্পের সম্ভাবনাময় মুখ। নতুন গল্প, বৈচিত্র্যপূর্ণ চরিত্র ও আধুনিক নির্মাণশৈলীতে তাদের স্বচ্ছন্দ উপস্থিতি দেখিয়ে দিচ্ছে, নতুন ধারার নাট্যনির্মাণে তারাই হয়ে উঠছেন ভরসার নাম।
এফপি/ এসএন /টিএ